December 21, 2024

উত্তরদিনাজপুর জেলার দুই সাংবাদিক সূচন্দন কর্মকার ও অরুন ঝা উত্তরবঙ্গ সংবাদ থেকে বর্ষ সেরার সাংবাদিকের সন্মান পেল

1 min read
বর্তমানের কথা  উত্তরদিনাজপুর- শনিবার শিলিগুড়িতে এক বর্ণময় অনুষ্টানে উত্তরবঙ্গ সংবাদ এর পক্ষ থেকে পত্রিকার শিলিগুড়ি সংস্করণে সাংবাদিক অরুন ঝা ও মালদা সংস্করণের সাংবাদিক সূচন্দন কর্মকারকে বর্ষ সেরা সাংবাদিকের তকমায় ভূষিত করলো।
                                 মালদা সংস্করণের বর্ষ সেরা সাংবাদিক সূচন্দন কর্মকার                                            
শিলিগুড়ি সংস্করণের ইসলামপুরের সাংবাদিক অরুন ঝা ও মালদা সংস্করনের কালিয়াগঞ্জের সাংবাদিক সূচন্দন কর্মকারের হাতে পুরস্কার , নগদ অর্থমূল্য ও সংসাপত্র তুলে দেন উত্তরবঙ্গ সংবাদের পক্ষ থেকে।
শিলিগুড়ি সংস্করণের বর্ষ সেরা সাংবাদিক অরুন ঝা
জানা যায় অরুন ঝা ও সূচন্দন কর্মকার দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ সংবাদের সাংবাদিক হিসাবে দায়িত্ব পালন করে আসছে।উত্তরবঙ্গ সংবাদ পত্রিকা থেকে পুরস্কার পাবার সংবাদ ঘোষণা হওয়া মাত্র উত্তরদিনাজপুর জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অলিপ মিত্র দুজনকেই অভিনন্দন জানিয়েছেন।অভি নন্দন জানিয়েছেন উত্তরদিনাজপুর জেলা প্রেস ক্লাবের অধিকাংশ সদস্যরা।সাংবাদিক অরুন ঝা ও সূচন্দন কর্মকারকে বর্তমানের কথা পত্রিকার পক্ষ থেকে অত্যন্ত গর্ব বোধ করবার সাথে সাথে তাদের দুজনকেই বর্তমানের কথা পত্রিকার পক্ষ থেকে তাদের এই সাফল্যের জন্য অভি্নন্দন জানায় পত্রিকার সম্পাদক তপন চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *