October 7, 2024

রেল কর্মচারীদের পুরাতন পেনশন স্কিম ফিরিয়ে না আনলে কর্মীরা আন্দোলনে যেতে বাধ্য হবে

1 min read

তপন চক্রবর্তী-উত্তরদিনাজপুর কেন্দ্রের রেল কর্মচারীদের পুরাতন পেনশন স্কিম  বাতিল করে নতুন পেনশন স্কিম চালু করলে রেলের কর্মীরা আন্দোলনে নামতে ব্যাধ্য হবে। রবিবার উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ রেল স্টেশনে এন এফ রেলওয়ে ইউনিয়নের বারসই ডিভিশনের এক সম্মেলনে এই কথা বলেন এন এফ রেলওয়ে ইউনিয়নের বারসই ডিভিশনের সাধারণ সম্পাদক  রূপেস কুমার।সাধারণ সম্পাদক রূপেস কুমার  বলেন কেন্দ্রের রেল দপ্তর অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশন নিয়ে ছিনিমিনি খেলছে। সাধারণ সম্পাদক রূপেস কুমার বলেন রেল কর্মচারীদের নিশ্চিত পুরাতন পেনশন উঠিয়ে দিয়ে অনিশ্চিত নতুন পেনশন চাপিয়ে দেবার চেষ্টা করে  চলেছে।

যার পরিণাম ভয়াবহ হতেপারে বলে হুঁশিয়ারি দেন।সম্মেলনে এন এফ রেলওয়ে ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক রজনেস কুমার বলেন কেন্দ্রীয় সরকারের রেল দপ্তর নতুন পেনশন স্কিম চালু করে শেয়ারে কর্মচারীদের টাকা খাটাবেন।যা ফেরত আসার কোন নিশ্চয়তা নেই বলেই তাদের সংগঠন মনে করে।সম্মেলনে অন্যান্য দাবিগুলোর মধ্যে ছিল বারসই ডিভিশনের রেল কর্মচারীদের বাসস্থানের কোয়াটার গুলির অবস্থা অত্যন্ত সঙ্গিন।অবিলম্বে সংস্কারের ভীষন প্রয়োজন।অবিলম্বে বারসই রেলের হাসপাতালে খালি পরে থাকা চিকিৎসক পদ গুলিতে নি গ করতে হবে । কাটিহার  ডিভিশনের ডি আর এমের এবিষয়ে নজর দিতে হবে বলে দাবি করেন। 

সম্মেলনে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অলোক দত্ত,কৌশিক ঘোষ,অরুন পাল এবং বি পি বর্ধন।সভায় সভাপতিত্ব করেন বর্ষীয়ান রেল কর্মী আর সি শর্মা। সম্মেলনে মোট ৬০জন প্রতিনিধি অংশগ্রহন করে বলে জানা যায়।বিকাল টা পর্যন্ত সম্মেলন  চলে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *