গৃহ শিক্ষকের সাথে ছাত্রের বাবার বিবাদের জেরে সাতসকালে বাড়িতে ঢুকে গৃহশিক্ষক কে লক্ষ্য করে গুলি
1 min readসুরজিৎ বিশ্বাসঃ গৃহ শিক্ষকের সাথে ছাত্রের বাবার বিবাদের জেরে সাতসকালে বাড়িতে ঢুকে গৃহশিক্ষক কে লক্ষ্য করে গুলি চালালো ছাত্রের বাবা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে নদীয়ার রানাঘাটে। আক্রান্ত গৃহশিক্ষক শঙ্কর কুন্ডুকে আশঙ্কাজনক অবস্থায় রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে তাকে রানাঘাটের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
সূত্রের খবর,রানাঘাট পুরসভার 10 নম্বর ওয়ার্ডের রাজবাগান পাড়ার বাসিন্দা শঙ্কর কুন্ডু পেশায় গৃহশিক্ষক। অভিযোগ,স্থানীয় সমরদীপ প্রামানিক ওরফে কুতান নামের এক ব্যক্তির ছেলেকে পড়ানো নিয়ে সম্প্রতি বিবাদ হয়েছিল শঙ্কর ও সমরদীপের মধ্যে। আর তার পরই আজ সকালে শঙ্করের বাড়িতে এসে তাকে লক্ষ করে গুলি চালায় সমরদ্বীপ। গুলি লাগে শঙ্করের বুকে। এই ঘটনার পর থেকে অভিযুক্ত সমরদ্বীপ ওরফে কুতন পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।