বালুরঘাট–কলকাতা বিমান পরিষেবা এপ্রিলেইচালু হচ্ছে । দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের সঙ্গে এনিয়ে দীর্ঘ বৈঠক করে রাজ্য পরিবহণ দপ্তর ও এয়ারপোর্ট অথারিটি অব ইন্ডিয়ার আধিকারিকরা বালুরঘাটের মাহিনগড়ে । বৈঠক সূত্রে জানা গিয়েছে, বিমান বন্দরের বাকি সব কাজ দ্রুত শেষ করার জন্য পূর্ত দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই কাজ শেষে ১ এপ্রিল থেকে বিমান পরিষেবা চালুর ক্ষেত্রে যাবতীয় প্রস্তুতি এয়ারপোর্ট অথরিটি শুরু করবে। এদিন বৈঠকে রাজ্য পরিবহণ দপ্তরের বিমান পরিষেবা বিভাগের ডিরেক্টর দীপক গুপ্তা, ট্রান্সপোর্ট ডিরেক্টর রজত বসু, জেলাশাসক শরদ দ্বিবেদী, অতিরিক্ত জেলাশাসক কৃত্তিবাস নায়েক, অতিরিক্ত পুলিস সুপার দেবাশিস নন্দী সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।
জেলাশাসক বলেন, এপ্রিল থেকে আমরা বালুরঘাট–কলকাতা বিমান পরিষেবা চালু করছি। এদিন তা নিয়ে বৈঠক হয়েছে। বিমান পরিষেবা চালু করার ক্ষেত্রে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার ছাড়পত্র আমরা দ্রুত পেয়ে যাব। পরিবহণ দপ্তরের বিমান পরিষেবা বিভাগের ডিরেক্টর দীপক গুপ্তা বলেন, প্রথমে আমরা ২০ আসন বিশিষ্ট ছোট বিমান চালু করব। যদি যাত্রীসংখ্যা বেশি হয়, তবে আমরা বেশি আসনের বিমান চালাব। টিকিট কাটার ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য আমরা জেলা প্রশাসনিক ভবনে টিকিট কাউন্টার খুলব। পাশাপাশি অনলাইনেও টিকিট কাটার ব্যবস্থা থাকবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিমান বন্দরের টার্মিনাল ভবনের কাজ এখনও শেষ হয়নি। তা শেষ হতে আরও অন্তত দুই সপ্তাহ লাগবে। এদিনের বৈঠকে পূর্তদপ্তরকে কাজ দ্রুত শেষ করতে বলা