রাজ্য স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে উত্তরদিনাজপুর জেলায় দুটি নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র খুব শীঘ্রই চালু হতে চলেছে
1 min readতন্ময় চক্রবর্তী–উত্তরদিনাজপুর জেলায় খুব শীঘ্রই দুই দুটি নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র চালু হতে যাচ্ছে বলে উত্তরদিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়।
উত্তরদিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা এক স্বাক্ষাৎকারে জানান উত্তরদিনাজপুর জেলায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রচেষ্ঠায় দুটি নার্সিং ট্রেনিং সেন্টারের মধ্যে একটি হবে রায়গঞ্জ ব্লকের আব্দুল ঘাটায় যেখানে মেডিক্যাল কলেজ হবে এবং অপরটি করণদীঘি হাসপাতালে।করণদীঘি গ্রামীন হাসপাতালকে সেইজন্য স্টেট জেনারেল হাসপাতালেকে উন্নত করবার অনুমোদন পাওয়া গেছে।করন দীঘি গ্রামীন হাসপাতালের ৩০ টি শয্যার পরিবর্তে ১০০টি শয্যার অনুমোদন পাওয়া গেছে।
উত্তরদিনাজপুর জেলার দুটি নার্সিং ট্রেনিং সেন্টারে মোট ১২০ জন নার্সিং ট্রেনিং নিতে পারবে বলে প্রকাশ মৃধা জানান।জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা জানান এই নার্সিং ট্রেনিং কোর্সের সময় সীমা তিন বছর হবে বলে জানান।উত্তরদিনাজুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রকাশ মৃধা বলেন জেলার দুটি নার্সিং ট্রেনিং স্কুলে নার্সিং প্রশিক্ষণের কাজ আগামী ২০১৯ সালের মধ্যে ই শুরু হয়ে যাবে বলে তিনি মনে করেন।উত্তরদিনাজপুর জেলায় স্বাস্থা দপ্তরের প্রচেষ্টায় দুটি নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র শুরু হয়ে গেলে উত্তরদিনাজপুর জেলার নার্সিং প্রশিক্ষণ নিতে ইচ্ছুক বেকার যুবতীদের ভবিষ্যতে আর জেলার বাইরে গিয়ে প্রশিক্ষণ নেবার আর প্রয়োজন হবেনা।
উত্তরদিনাজপুর জেলায় দুটি নার্সিং ট্রেনিং স্কুল হবার খবরে জেলার বেকার শিক্ষিত মহিলারা প্রচণ্ড খুশি বলে জানা যায়।