নদীয়ার কল্যাণীতে কেন্দ্রীয় সরকারের জওহরলাল নেহরু ন্যাশনাল আর্বান রিনিউয়াল মিশনের অর্থে নির্মিত দুটি কমিউনিটি হলের ভাড়ার টাকা জমা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে
1 min readনিজস্ব প্রতিনিধি ঃ নদীয়ার কল্যাণীতে কেন্দ্রীয় সরকারের জওহরলাল নেহরু ন্যাশনাল আর্বান রিনিউয়াল মিশনের অর্থে নির্মিত দুটি কমিউনিটি হলের ভাড়ার টাকা জমা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই পৌরসভার তৃণমূল কংগ্রেস কাউন্সিলার লক্ষ্ণী ওঁরাও তাঁর দলেরই অপর কাউন্সিলার তথা পৌরসভার ভাইচেয়ারম্যানের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ এনে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কাছে চিঠি দিয়েছেন। গত ১৪ মার্চ পুরমন্ত্রীকে দেওয়া ওই পত্রে ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার লক্ষ্ণী দেবী অভিযোগ করেছেন যে, কল্যাণীর বি-৪ এবং বি-১৪ এলাকায় যে দুটি কমিউনিটি হল রয়েছে তার ভাড়া বাবদ লক্ষাধিক টাকা ভাইসচেয়ারম্যান কল্যাণ দাস পৌরসভায় জমা করেন নি। সেই টাকা তিনি আত্মসাৎ করেছেন। অথচ হল দুটি রক্ষণাবেক্ষণের টাকা পৌরসভা দিয়ে চলেছে।তবে, লক্ষ্ণীদেবীর এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে কল্যাণবাবু জানিয়েছেন যে, কমিউনিটি হল দু্টি যে স্হান দুটিতে রয়েছে সেখানকার বস্তি উন্নয়ণ কমিটিই হলের ভাড়া নেয় ও তার রক্ষণাবেক্ষণ করে। সরকারি নির্দেশেই তা করা হয়েছে। কাজেই লক্ষ্মীদেবীর অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।