রামনবমীর সোভা যাত্রাকে সুস্ঠ ভাবে সফল করতে সর্ব দলীয় বৈঠক করলেন ইসলামপুরের মহকুমা প্রশাসন
1 min readমঙ্গলবার ইসলামপুরের বিবেকানন্দ ভবনে 25 শে মার্চ রামনবমীর সোভা যাত্রাকে সুস্ঠ ভাবে সফল করতে সর্ব দলীয় বৈঠক করলেন ইসলামপুরের মহকুমা প্রশাসন।
এই সর্ব দলীয় বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ ঝা, ইসলামপুর থানার আইসি রাজেন ছেত্রী, ইসলামপুর মহকুমাশাসকের ডেপুটি মেজিস্ট্রেট বিজয় মুক্তান,ইসলামপুরের বিধায়ক তথা চেয়ারম্যান কানাইয়ালাল আগারওয়ালা সহ বিভিন্ন সংগঠনের ব্যাক্তিগন এবং সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা। রাম নবমীর সোভাযাত্রা যাতে সুষ্ঠ ভাবেই হয় তার জন্য আজের এই সর্ব দলীয় বৈঠক।
কানাইয়ালাল আগরওয়া জানান যে, প্রতি বছর যে ভাবে রামনবমীর সোভা যাত্রা হয় ঠিক সে ভাবেই হবে।কিন্তুু সামনে উচ্চমাধ্যমিক পপরীক্ষা থাকায় সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে নিয়ম করা হয়েছে। এই বার রেলিতে ডিজে বাতিল করা হয়েছে।তাতে সবাই রাজি হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে গৌরাঙ্গ তলাপাত্র জানান যে,ইসলামপুরে বীগত দিনের মতো এবারও বিশাল সোভাযাত্রা বের হবে।
গত বছর ভারতের মধ্যে দিত্বীয় বৃহতম রেলি হয়েছিলো।এবার প্রায় চার লক্ষ্য মানুষের সমাগম হবে। সাথে থাকবে বিভিন্ন ধরনের টেবলো।