ডিএইচআর পরিদর্শনে চেয়ারম্যান
1 min readটয় ট্রেনে করে দার্জিলিং যাওয়ার মজাই আলাদা |
স্বপন পাল দার্জিলিং : দার্জিলিং হিমালয়ান রেল(ডিএইচআর) আরও নতুন করে সাজানো হবে।তার জন্য নানা পরিকল্পনা নেওয়া হচ্ছে।মঙ্গলবার এই রেল পরিদর্শন করতে এসে একথা জানালেন রেল বোর্ডের চেয়ারম্যান অশ্বীনি লোহানী।এদিন তিনি সকালে নিউজলপাইগুড়ি ষ্টেশন থেকে টয় ট্রেনে করে দার্জিলিং রউনা দেন।যাওয়ার পথে প্রতিটি ষ্টেশন তিনি পরিদর্শন করেন।তার সঙ্গে রেলের উচ্চপদস্থ কর্তারাও ছিলেন।তবে তিনি ষ্টেশনের পরিকাঠামো পরিদর্শনের পাশাপাশি উপস্থিত কর্মীদের সাথেও কথা বলেন আবার টয় ট্রেনও খতিয়ে দেখেন। কি কি অসুবিধা রয়েছে তা নিয়েও খোজ খবর নেন।পরে সুকনায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েদেন, এই ট্রেন সারা বিশ্বে বিখ্যাত।যখন হেরিটেজ সম্মান পেয়েছিল তখনও আমি রেল বোর্ডে ছিলাম।আমি এসেও ছিলাম।তবে চেয়ারম্যান হওয়ার পর আমার প্রথম পরিদর্শন।আমি জানি পাহাড়ে আন্দোলনের সময় সোনাদা, গয়াবাড়ি ষ্টেশন ক্ষতিগ্রস্থ হয়েছে।তা পুড়িয়ে ফেলার চেষ্টা হয়েছিল।সেগুলো অবশ্যই আবার নতুন করে করা হবে।শুধু তাই নয় টয় ট্রেনকেও নতুন রুপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।হেরিটেজ সম্মান অক্ষত রাখতে আমরা বদ্ধপরিকর।তাই এই গোটা লাইনটিকে আমরা পরিদর্শন করে যা যা অভাব রয়েছে তা সম্পূর্ণ করার চেষ্টা করা হবে।