কালিয়াগঞ্জে এম জি এন আর ই জি এস প্রকল্পের সুপারভাইজার সংঠনের নেতৃত্বের সাথে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তৃণমূল দলের আলোচনা
1 min readতপন চক্রবর্তী–উত্তরদিনাজপুর–উত্তরদিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের ভুইহারা প্রাথমিক বিদ্যালয়ে রবিবার ব্লকের এম জি এন আর ই জি এস প্রকল্পের সুপার ভাইজার সংগঠনের নেতৃত্বের সাথে তৃণমূল নেতৃত্বের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা হয়।সুপারভাইজার সংগঠনের সম্পাদক মনিলাল দেবশর্মা কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতির কাছে তাদের সমস্যার কথা জানান।সুপারভাইজার সংগঠনের সম্পাদক মনিলাল দেবশর্মা বলেন সামান্য ভাতার বিনিময়ে তাদের এই বাজারে দিনযাপন করা সমস্যা হয়ে পড়েছে।তাই সংগঠন মনে করে তাদের কর্মীদের ভাতা বৃদ্ধির সাথে সাথে তাদ স্থায়ী করার ব্যবস্থা তৃণমূল দলকেই নিতে হবে।কালিয়াগঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি দাধিমোহন দেবশর্মা বলেন তিনি তাদের সমস্যা নিয়ে যথাস্থানে আলোচনা অবশ্যই করবেন।
।দাধিমোহন দেবশর্মা উপস্থিত সুপারভাইজার সংগঠনের নেতৃত্বদের আশ্বাস দিয়ে বলেন সামনেই পঞ্চায়েত নির্বাচন।এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।সবাইকে এক হয়ে কাজ করতে হবে।আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির ,সহ। সভাপতি রুস্তম আলী ও মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান সুধেন
দেবশর্মা