কানাডার একটি সংস্থার সহযোগিতায় ইসলামপুরের একটি এলাকা অন্ধত্ব মুক্ত বলে ঘোষণা
1 min readইসলামপুর: কানাডার একটি সংস্থার সহযোগিতায় ইসলামপুরের আমবাগান কলোনিকে এই প্রথম অন্ধত্ব মুক্ত এলাকা বলে চিহ্নিত করলো লায়ন্স ক্লাব।বুধবার সংশ্লিষ্ট বিষয়ে আনুষ্ঠানিক ভাবে একথা ঘোষণা করেন শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের চিকিৎসক ডাঃ সুকৃত মিত্র।তিনি জানান,কানাডার অপারেশন আইসাইড ইউনিভার্সাল নামে একটি সংস্থার সহযোগিতায় এবং ইসলামপুর লায়ন্স ক্লাব অফ নিউ সেঞ্চুরীর উদ্যোগে সম্প্রতি শুরু হয় একটি এলাকা ভিত্তিক সমীক্ষা।
সেখানে সাধারণ মানুষের চক্ষু পরীক্ষা নিরীক্ষা করার পর ১৫৭ জনকে ছানি অপারেশনের জন্য চিহ্নিত করা হয়।চোখের সমস্যার পাশাপাশি আরও অন্যান্য কিছু শারীরিক সমস্যার জন্য ৩৭ জনের ছানি অপারেশন সম্ভব হয়নি।তবে এখন পর্যন্ত ওই এলাকার ৮৭ জনের ছানি অপারেশন হয়ে গেছে।বাকিদের অপারেশনের প্রস্তুতি চলছে।এলাকার স্কুলের শিক্ষক শিক্ষিকা,আশা কর্মী, ও পুলিশ প্রশাসনকে নিয়ে সমীক্ষার পর লায়ন্স ক্লাবের এই কর্মসূচি শুরু হয়।এর জেরে এলাকার আর্থিক ভাবে অস্বচ্ছল অনেক মানুষ লায়ন্সের পরিষেবায় উপকৃত হন।নিশুল্ক এই চিকিৎসা পরিষেবা পেয়ে রীতিমতো মুগ্ধ এলাকার বাসিন্দারা।অন্তত লায়ন্স ক্লাবের জন্যই অনেকের দৃষ্টি শক্তি ঠিক হয়েছে।অনেকেই এখন আর ঝাপসা দেখতে পাননা।বেশ পরিষ্কার দেখতে পান।এদিন অনুষ্ঠানে এসে এমনই অনুভবের কথা জানান এলাকার বাসিন্দাদের একাংশ।উপস্থিত ছিলেন ডাঃ বি.এল.মিত্র, ইসলামপুর লায়ন্স ক্লাব অফ নিউ সেঞ্চুরির সম্পাদক সঞ্জয় করুয়া, শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের সি.ই.ও রাজেশ সাহানী এবং ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুরমা রানী প্রমুখ।