সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ধান চাষিদের ক্ষতিপূরণের চেক তুলে দিল ইসলামপুর ব্লক কৃষি দপ্তর
1 min readনিজস্ব সংবাদদাতা, ইসলামপুর:সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত ধান চাষিদের ক্ষতিপূরণের চেক তুলে দিল ইসলামপুর ব্লক কৃষি দপ্তর।বুধবার স্থানীয় কৃষি বাজারে আনুষ্ঠানিক ভাবে ইসলামপুর ব্লকের ইসলামপুর ও গাইসাল ব্লকের একাধিক চাষিদের হাতে তুলে দেওয়া হয় ওই ক্ষতিপূরণ।
ইসলামপুর ব্লক কৃষি আধিকারিক দিলীপ সাহা জানান,এই ব্লকে সংশ্লিষ্ট বিষয়ে ক্ষতি পূরণের জন্য আবেদন করেছেন ২৭২২২ জন।তাদের মধ্যে ১৭৫০০ জন কৃষককে এই চেক তুলে দেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত ধনহর চাষযোগ্য জমির ডেসিবেল প্রতি চুয়ান্ন টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে বলে জানান তিনি।উপস্থিত ছিলেন মহকুমা কৃষি আধিকারিক হরেন্দ্র নাথ সরকার,বিধায়ক তথা ইসলামপুর পুরসভার চে
য়ারম্যান কানাইলাল আগরওয়াল।