-বাগিচাপুর পঞ্চায়েতের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রীরি দিয়ে কাজে বিডির কাছে লিখিত অভিযোগ
1 min readহরিরামপুর :-মামুন সরকার ::বর্তমানের কথা –বাগিচাপুর পঞ্চায়েতের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রীরি দিয়ে কাজে বিডির কাছে লিখিত অভিযোগ। হরিরামপুর থানার বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেন ওই গ্রাম পঞ্চায়েতের এক বাসিন্দা তিনি জানান আমাদের এই গ্রাম পঞ্চায়েত দ্বারা যেই সমস্ত কাজ হচ্ছে তা খুব খারাপ আজলা ভার্মিকম্পর ঘর ও রাস্তা সমস্ত কিছু নিম্ন মানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে এবং যে ঢালাই রাস্তা গুলো তৈরি হচ্ছে তা সম্পূর্ণ ধুস বালি দিয়ে রাস্তার উচ্চতা হচ্ছে কম সিডিউল অনুযায়ী কোনো কাজ হচ্ছে না ,সরকার কাজ করার জন্য কোটি কোটি টাকা দিচ্ছে তাহলে এইভাবে কাজ কেন ? যেই সমস্ত রাস্তা তৈরি হচ্ছে সেগুলো এক বছরের মধ্যে খারাপ হয়ে পড়বে তাতে আবার দূর্ভোগে ভূগতে হবে আমাদের তাই বাধ্য হয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছেন তিনি ।
যাতে এই অভিযোগ অনুযায়ী সঠিক ভাবে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইন আনুক ব্যাবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি তবে এই লিখিত অভিযোগের ভিত্তিতে বিডিও বা প্রধানের সাথে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি ।