November 14, 2024

কালিয়াগগ্ঞ্জ থানার পুলিশের মানবিক রূপ

1 min read
দেবাঞ্জলী চক্রবর্তী, বর্তমানের কথা;-  কিছুদিন আগেই প্রচারে আসে এক বেসরকারি ব্যাঙ্ক অফিসার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে একটি মেয়েকে ঠকান।
সেই ব্যক্তি গ্রেফতারও হয়েছিলেন কিন্তু সেই মেয়েটি —- যাকে সমাজের নোংরামির স্বীকার হতে হয়েছিল, যার বিশ্বাস ভঙ্গ হয়েছিল ভালোবাসা নামক শব্দ থেকে গতকাল রাত্রে সেই মেয়েটির পাশে দাঁড়ালেন কালিয়াগগ্ঞ্জ থানার পুলিশ , দুই হাত এক করে দিলেন কণিকা ও রঞ্জিতের।
আজ থেকে তারা সুখী “বর্মন দম্পতি “।কালিয়াগগ্ঞ্জ থানার আধিকারিকরা কেসটি নিজেরাই দ্বায়িত্ব নিয়ে সুরাহা করেন।কাউন্সেলিং করেন রঞ্জিত বর্মনকে এবং অবশেষে  কালিয়াগগ্ঞ্জ থানার প্রধান অধিকর্তা শ্রী বিচিত্র বিকাশ রায়,  টাউন বাবু শ্রী অতনু চক্রবর্তী, মেজোবাবু শ্রী শঙ্কর রায় সহ বাকী অফিসাররা মিলে  সিদ্ধান্ত নেন দুই যুগলের মিলনের,  পাশে দাঁড়ান মেয়েটির পরিবারের।চৈত্র মাসে বলে বিবাহ হয় না কিন্তু যা কিছু শুভ তার জন্য সময় নয় সুশিক্ষার প্রয়োজন তাই কালিয়াগগ্ঞ্জ থানার কালি মন্দিরেই ছিল কাল বিয়ের ছাদনাতলা। লাল বেনারসী-  চন্দন- মুকুটে কনিকাকে ঠিক রূপকথার রানী দেখাচ্ছিল,  আর এখানেই শেষ নয় ছিল ভুঁরিভোজের ও আয়োজন, সহযোগে মিষ্টিমুখ । এ যেন ” গল্প হলেও সত্যি” আর এই সত্যিরই সাখখী ছিলেন সমাজের বিশিষ্ট কিছু ব্যাক্তি বর্ণ । বিশিষ্ট উকিল শ্রীমতি মুনমুন পাল ঘোষের কথায়, ” পুলিশের ভালো কাজের দৃষ্টান্ত সমাজের সামনে খুব কম প্রচারে আসে, আজ তার সাকখি  থাকতে পেরে খুব ভালো লাগলো”।  পুলিশ সমাজের জন্য,  পুলিশ জনগনের জন্য কাল তা আবারও একবার প্রমাণ হল।

6 thoughts on “কালিয়াগগ্ঞ্জ থানার পুলিশের মানবিক রূপ

  1. Una versione modificata, del famoso farmaco Viagra, che aiuta efficacemente gli uomini a dimenticare i problemi connessi alla disfunzione erettile cheap generic cialis Brand Tadarise Composition Tadlafil Form Tablet Pack Size 1 x 10 Packaging Type Box Country of Origin Made in India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *