December 22, 2024

উত্তর দিনাজপুর জেলায় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে

1 min read

বর্তমানের কথা :- পঞ্চায়েত নির্বাচনের জন্য উত্তর দিনাজপুর জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর রাজ্য নির্বাচন দপ্তরকে প্রাথমিক ভাবে বিভিন্ন তথ্য পাঠাতে শুরু করেছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর জানিয়েছে, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরে কত আসন রয়েছে, তাতে মোট কত বুথ রয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচলনা করতে কত সংখ্যক ভোট কর্মী প্রয়োজন হতে পারে সেসমস্ত তথ্য পাঠানো হচ্ছে। একই সঙ্গে পঞ্চায়েত নির্বাচনের উপযোগী করে ভোটার তালিকা তৈরির কাজও চলছে। 

জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক, সমস্ত তথ্য সংগ্রহ করা সহ অন্যান্য তৎপরতাও শুরু হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এবিষয়ে কয়েক দফা বৈঠকও করা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলিও তাদের বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কাজ শুরু করে দিয়েছে। তারা প্রার্থী বাছাইয়ের কাজও শুরু করেছে এবং নির্বাচনকে সামনে রেখে নানা কর্মসূচিও নিতে শুরু করেছে। 

জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের আধিকারিক রাজেন্দ্ররাজ সুনদাস বলেন, রাজ্য নির্বাচন দপ্তর পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত যেসমস্ত তথ্য চাইছে আমরা তা সরবরাহ করছি। পাশাপাশি জেলা স্তরে অন্যান্য প্রস্তুতিও চলছে। জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি পূর্ণেন্দু দে বলেন, পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে আমরা বুথ স্তরে দলের সাংগঠনিক কাজ শুরু করে দিয়েছি। শীঘ্রই আমাদের অঞ্চল সম্মেলন শুরু হবে। এরপর দলের রাজ্য নেতৃত্বের নির্দেশ পেলে প্রার্থী বাছাইয়ের কাজ শুরু হবে। কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, পঞ্চায়েত নির্বাচনের জন্য আমরা সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছি। প্রার্থী বাছাইয়ের কাজও শুরু করা হয়েছে। সিপিএমের জেলা সম্পাদক অপূর্ব পাল বলেন, আমরা বুথ স্তরের নির্বাচনী সংগঠনকে সাজিয়ে তুলছি। প্রার্থী বাছাইয়ের কাজও চলছে। আমরা বামফ্রন্টগত ভাবেও পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা করেছি।
 

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলায় ২৬টি জেলা পরিষদ আসন রয়েছে। নয়টি পঞ্চায়েত সমিতিতে ২৮৭টি এবং ৯৮টি গ্রাম পঞ্চায়েতে ১৬৪৯টি আসন রয়েছে। জেলায় বুথের সংখ্যা ১৮২৮টি। বর্তমান হিসাব অনুসারে ভোটার রয়েছে ১৮ লক্ষ ৮৪ হাজার ৭৩০ জন। গ্রাম পঞ্চায়েত স্তরে ১৬১৫টি একক আসন এবং ১৭টি জায়গায় একই সংসদে জনসংখ্যার নিরিখে দুটি করে আসন রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে তিন প্রকার ব্যালটে ভোটারদের ভোট দিতে হবে। ফলে তার জন্য প্রচুর ব্যালট বাক্সেরও প্রয়োজন হবে। প্রশাসন জানিয়েছে, ৬৫০০ ব্যালট বাক্স দরকার হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *