ড্রেন কে রাস্তা তৈরী করে সেই রাস্তা দিয়ে প্রতিদিন গ্রামপঞ্চায়েতে আসছেন ভান্ডার গ্রাম পঞ্চায়েত প্রধান
1 min readতন্ময় চক্রবত্তী দিঘদিনের দাবীমেনে একদিনযে গ্রামেতৈরী হয়েছিলনিকাশী ব্যবস্থ্যার সুবিধাথে একটিড্রেন, আজসেই ড্রেনই রাস্তাতৈরী করেদিয়েছে গ্রামবাসীদের.হ্যা এমনই অভিনবদৃশ্য চোখেপড়বে উত্তরদিনাজপুর জেলারকালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েতেরসামনে।
ছবি ঃ-শঙ্কর গুপ্তা
|
এলাকার মানুষদেরবক্তব্য লক্ষলক্ষ টাকাব্যায়ে এইড্রেন তৈরীকরা হয়েছিলকার সুবিধাথে।নাকিঠিকাদারদের কিছু পাইয়ে দেওয়ার জন্যতাদের আবদারমেটাতে এইড্রেন।
ছবি ঃ-শঙ্কর গুপ্তা |
অথচ এই গ্রামপঞ্চায়েতের নাকি চোখেই পড়ে নিএই ড্রেন। তাইড্রেনের দিঘদিনসংস্কার নাহওয়ার ফলেআজ ড্রেনহয়েছে রাস্তাগ্রামবাসীদের।সামনেই পঞ্চায়েত নিবাচন।
ছবি ঃ-শঙ্কর গুপ্তা |
তাইপ্রতিবারের মতো এবারো গ্রামের মানুষরারাভোট দিবে।যারা রাস্তা, ড্রেনসহ বিভিন্নসুযোগ সুবিধাকরে দিবেএবার তাদেরই ভোটদিবে তারা। কিন্তুসেই ভোটপাওয়ার পরযদি গ্রামেরনিবাচন সদস্যরাযদি এমন না দেখারভান করেনতাহলে গ্রামবাসীরা কাকে অভিযোগ জানাবেন।
ছবি ঃ-শঙ্কর গুপ্তা |
এলাকারবাসিদের দাবী অবিলম্বেপঞ্চায়েতের উচিত গ্রামপঞ্চায়েতের সামনে ড্রেনটি সংস্কার করে ড্রেনের পূবের রুপ ফিরিয়েদেওয়া