December 12, 2024

যুব কংগ্রেস এর কর্মিদের ঐক্যবন্ধ্য হওয়ার ডাক দিলেন জেলা যুব কংগ্রেসের সম্পাদক

1 min read
তন্ময় চক্রবত্তী :- আগামী পঞ্চায়েত নিবাচনে কালিয়াগঞ্জ এর  যুব কংগ্রেস এর কমিদের ঐক্যবব্ধ্য ভাবে ঝাপিয়ে পড়ার ডাক দিলেন উত্তর দিনাজপুর জেলার যুব কংগ্রেস এর সম্পাদক সৌম্য দও।

তিনি বলেন এখানো অনেক কর্মি আছেন  যারা কংগ্রেস কে মনে প্রানে ভাল বাসেন।যতই ঝর তাদের সামনে আসুক না কেন তারা কংগ্রেসেই আছেন। কংগ্রেসেই থাকবেন।তিনি বলেন এবারের পঞ্চায়েত নিবাচন যদি সত্যিকারে মানুষ কে ভোট দিতে দেওয়া হয় তাহলে গত বারের মতো এবারো কংগ্রেস শুধু কালিয়াগঞ্জেই নয় সারা জেলায় ভালো ফল করবে।

মানুষ কে বোকা বানাচ্ছেন তৃনমূল । সমস্ত কেন্দ্রের প্রকল্পের নাম পরিবর্তন করে তৃণমূল নিজের নামে করে গ্রামের মানুষদের সামনে গিয়ে তাদের ভুল বোঝাচ্ছে।এর উচিত জবাব দিতে হবে মানুষকে ভোট কক্ষে গিয়ে সঠিক সময়ে।তাই যুব কংগ্রেস কর্মীদের উচিত যাতে গ্রামের মানুষদের কে ওরা না ভুল বোঝাতে পারে সে ব্যাপারে কোঠর ভাবে নজর দেওয়া ।

জেলা যুব কংগ্রেসের সম্পাদক সৌম দত্ত আরো বলেন এখনো কংগ্রেস দল উঠে যায় নি।যারা বলছে কংগ্রেস সাইনবোর্ড পরিণত হবে তারাই আগামীদিনে সাইনবোর্ড পরিণত হবে বলে তার  বিশ্বাস ।তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রতিবারের মতো এবারো ঐক্যবদ্ধ ভাবে যদি যুব কংগ্রেস কর্মীরা মানুষের পাশে গিয়ে তাদের ঠিক ভাবে বোঝাতে পারে তাহলে কালিয়াগঞ্জ এর সাথে সাথে উত্তর দিনাজপুরের জেলা পরিষদ ও কংগ্রেস দখল করতে পারবে বলে তার দৃঢ় ধারণা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *