তৃণমূলের বাইক রেলি নয়াগ্রামেরl
1 min readশ্যাম ব্যানার্জী : নির্ধারিত দলীয় কর্মসূচী অনুযায়ী মাননীয়া নেত্রী মমতা ব্যানার্জী মহাশয়ার নির্দেশকে মান্যতা দিয়ে আজ “রামনবমী” উপলক্ষ্যে নয়াগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সম্মানীয় সভাপতি তথা পশ্চিমবঙ্গ আদিবাসী নিগমের সম্মানীয় নবনির্বাচিত চেয়ারম্যান তথা এলাকার জনপ্রিয় বিধায়ক দুলাল মুর্মু মহাশয়ের উদ্যোগে নয়াগ্রাম বটতলা চক থেকে বালিগেড়িয়া পীরবাবা পর্যন্ত বিশাল বাইক মিছিল.lমিছিলে ছিলেন নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু,নয়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি উজ্জল দত্ত প্রমুখ l