কালিয়াগঞ্জের আম বাগান মাঠ থেকে বের হলো রাম নবমীর বিশাল শোভাযাত্রা
1 min readপিয়াগুপ্তা ,বর্তমানের কথা, ঃ– রামনবমী বরাবরইপালিত হয়রাজ্যে ৷তবে এমনরামনবমী এইপ্রথম দেখছেবাংলা ৷উৎসব ঘিরেচলছে তৃণমূলও বিজেপিসকল রাজনৈতিকদলের নেতারভেদাভেদ ভুলেরামনবমী পালনকরছেন ৷
রাম নবমীরসকালে রাজনৈতিকলড়াই ভুলে উত্তরদিনাজপুর জেলার রাস্তাজুড়ে দেখাগেল সকলসম্প্রদায়ের মানুষদের নিয়ে রামনবমীরমিছিল ৷সে মিছিলেবড়দের সঙ্গেসামিল কচিকাঁচারাও৷ রামনবমীউপলক্ষে রাজ্যজুড়ে গতকয়েকদিন ধরেইচলছিল সঙ্ঘেরপ্রস্তুতি ৷
রবিবার সকাল হতেইউত্তর দিনাজপুরজেলার রাস্তাঘাটজুড়ে শুধুইগেরুয়া পতাকারমিছিল ৷কালিয়াগঞ্জ এর প্রতিরোধ মা
ঠে রামনবমীউপলক্ষে একটি বর্ণাঢ্যশোভাযাত্রার আয়োজন করা হয় ৷রবিবার সকাল নয়টাযএদিন রামেরপূজো করেএক বিশালশোভাযাত্রা কালিয়াগঞ্জ শহর পরিক্রম করে।
ঠে রামনবমীউপলক্ষে একটি বর্ণাঢ্যশোভাযাত্রার আয়োজন করা হয় ৷রবিবার সকাল নয়টাযএদিন রামেরপূজো করেএক বিশালশোভাযাত্রা কালিয়াগঞ্জ শহর পরিক্রম করে।
প্রখরকড়া রোদকে উপেক্ষাকরে এদিনসকল শ্রেণীরসকল বয়সেরমানুষ রামনবমীর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।যেখানেসকল ধর্মেরমানুষের পাশাপাশিসকল রাজনৈতিকদলের নেতারাওএইপদযাত্রায় পা মেলান।
এদিন কুলাসহ মহিলাদেরবাহিনী,সাধুদেরবাহিনী,কীর্তনীয়াদল,বনবাসীনৃত্য দল,বাইক বাহিনী,ঢাকের দল,পতঞ্জলি মহিলাবাহিনী,পাগড়িসহ মাবোন দেরবাহিনী ,পৌরএলাকার যুবদল,সহবহু সম্প্রদায়েরমানুষকে ২২ টিভাগে বিভক্তহয়ে এদিনরাম নবমীরমিছিলে বেরহন।
যা কালিয়াগঞ্জপ্রতিরোধ ময়দানথেকে বেরহয়ে কালীবাড়ি,বিবেকানন্দ মোড় হয়ে পুরো কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে।এদিনরামনবমীর উদ্দেশ্যে বিভিন্নপ্রান্তে মিছিলবের করেনরাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ সদস্যরা। প্রতিবারবিজেপি থেকেএই রমনবমীরমিছিল বেরহলেও এইপ্রথম কালিয়াগঞ্জেসকল রাজনৈতিকদলের নেতারাএই রামনবমীতে সামিলহন।পতঞ্জলি জেলামহিলা নেত্রীগরিমা বেঙানীবলেন রামকারো একারনয।
তাই এইরাম নবমীপালনে সবারঅধিকার রয়েছে।রামবিশ্বাস মর্যাদারপ্রতীক রামসকলের মনেইতাই শুধুগেরুয়া বাহিনীনয আজবহু সম্প্রদায়েরমানুষ আজএই রামনবমীউদযাপন করছে।জাতিধর্মনির্বিশেষে সকল মা বোনরাআজ কড়ারোদ কেউপেক্ষা করে এই রামনবমীর মিছিলে পামিলিয়েছেন ।জেলা স্তরে থেকেস্থানীয় নেতা সকলেই এদিন রামনবমী মিছিলেহাঁটলেন । ৷