কানকিতে পালিত হল শ্রীশ্রী রামনবমী
1 min read রৌনক যাদব চাকুলিয়া থানার কানকিতে পালিত হল শ্রীশ্রী রামনবমী পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে । এদিন কানকি সংলগ্ন রামকৃষ্ণ পুর, সাগরপুর, হাতিপা, বিধান পল্লী শহ বিভিন্ন এলাকা থেকে মতুয়া সম্প্রদায়ের ভক্তরা ডংকা, কাসর, শিঙ্গা নিশান নিয়ে দলে দলে যোগ দেয় রাম নবমী অনুষ্ঠানে।
রাম নবমী উপলক্ষে কানকি রেল স্টেশনের পাশে বিশালাকার প্যান্ডেন তৈরি করা হয়েছে। রাম নবমি উদ্যাপন কমিটির পক্ষ থেকে। মিছিলে অংশ গ্রহণকারী দের জন্য ভোজনের বিশেস ব্যবস্থা করা হয়েছে বলে জানাগিয়েছে।কানকি সংলগ্ন রামকৃষ্ণ পুর, সাগর পুর, দেওগা, হাতপা, নয়ানগড়, বিধান পল্লি এলাকা থেকে আট থেকে আশি সকলেই রাম নবমীরর পদযাত্রায় অংশ নিয়েছেন বলে উদ্যাপন কমিটির সুত্রে জানা গিয়েছে।
এদিনের রামনবমী র শোভাযাত্রায় পা মেলান এলাকার বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ভোলা নাথ রায়, অখিল সরকার, স্বপন সরকার, মহম্মদ মুস্তফা, অশোক সিং, আব্দুল গনি, ললিত শীল, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ । রাম নবমী উদ্যাপন কমিটির সদস্য অমিত মন্ডল জানিয়েছেন, সমস্ত রকম সরকারী নিয়ম মেনেই রাম নবমীরর শোভাযাত্রা পুর্ব নির্ধারিত রাস্তা অনুকরন করেই পরিক্রমা করেছে।
এলাকার বিশিষ্ট সমাজসেবী মহম্মদ মস্তফা বলেন, বিশ্ব শান্তি জনকল্যান মুলক ভাব ধারা বজায় রাখতেই রাম নবমী পালিতহয়ে আসছে। কানকির রাম নবমী তে এলাকায় সব ধর্মের মানূষ সহযোগীতার হাত। বাড়িয়ে দিয়ে থাকেন।বলেই হানাহানির মতো নিস্কৃষ্ট ঘটনা ঘটে না। রাম নবমীর অনুষ্ঠানে ভক্তদের আন্তরীক অভিনন্দন জানিয়েছেন উদ্যাপন কমিটির সদস্য ছোটন বিশ্বাস, তারক সরকার, বিপুল জানা, জোগেন সিংহ, শ্রীকান্ত সিংহরা।
buy cialis online uk If your child is eligible for P-EBT for the 2021-2022 school year, they will be issued on the same card
It also treats signs and symptoms of benign prostatic hyperplasia priligy premature ejaculation pills
cheapest cialis It does NOT include all information about the possible uses, directions, warnings, precautions, interactions, adverse effects, or risks that may apply to this medicine
Your heart, blood vessels, hormones, nerves, and mood all work together to cause an erection, which means that issues with any of these areas can cause erectile dysfunction tadalista vs cialis
clomid 50mg buy online But being a woman and knowing it is a healthy thing to have I took it for 8 days i forgot the last 2 days then 3 days later WHOOSH.
3 KTR Epstein Barr Virus EBV infection. dog doxycycline