October 23, 2024

উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের গুলন্দর ১ অঞ্চলের তৃতীয় শ্রেণির ছাত্র সাগ্নিক বক্সিং-এ বিশ্বে ৫৫ টি দেশ কে পিছিয়ে ফেলে মুখ উজ্জ্বল করল সাগ্নিক

1 min read

 ইটাহার :-  উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের গুলন্দর ১ অঞ্চলের তৃতীয় শ্রেণির ছাত্র সাগ্নিক বক্সিং-এ বিশ্বে ৫৫ টি দেশ কে  পিছিয়ে ফেলে  মুখ উজ্জ্বল করল  সাগ্নিক।  সাধারণ ঘরের ছেলে সাগ্নিক কিক বক্সিং এ রুপো জয় করেছে। 

বাবা অনুব সাহা ব্যবসায়ী, মা  হ্যাপি সাহা  গৃহ বধু।সাগ্নিক দুর্গাপুর পাবলিক স্কুলের তৃতীয় শ্রেনীর ছাত্র সাগ্নিক। বিদ্যালয় মারফত বক্সিং শেখে বিভিন্ন রাজ্য স্তরে কিক বক্সিং এ অংশ গ্রহণ করলেও ১২ থেকে ২২ মার্চ ব্যাংকক এ আন্তজাতিক স্তরে অংশ গ্রহণ করে।


 ৫৭  দেশের মধ্য ৫৫ টি  দেশ কে পিছিয়ে ফেলে নিউজিল্যান্ড এর ২৮ কেজি এক কিশোরের সঙ্গে ১৯ কেজি ওজনের সাগ্নিক এর কিক বক্সিং এ তিন রাউন্ডে শেষে  জোগফল শেষে ৩ পয়েন্ট জন্য  স্বর্ণ পদক হাত ছারা  হতে  হয়।  তবে এক সময়ে ২৮ কেজি ওজনের কিশোর কে  এক  সময়ে  হিমশিম  খেতে  হয় ১৯ কেজি ওজনের সাগ্নিক এর সঙ্গে । সাগ্নিক এর  সাফল্যের পেছনে  তার বিদ্যালয়ের  অবদান  বলে  জানান  সাগ্নিক এর  মা  বাবা । সাগ্নিক সাফল্য  নিজের  গ্রাম থেকে  শুরু করে বিদ্যালয়  ও জেলার  ক্রিয়া মহলে  খুশির হাওয়া ছরিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *