ট্রাক্টার থেকে পরে গিয়ে মারা গেলেন এক যুবক
1 min readমামুন সরকার ,দক্ষিণ দিনাজপুর ,, হরিরামপুর থানার ৬ নং বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের গোদল গ্রামে সোনায় হাজদা নামে বছর ত্রিশের এক যুবক ট্রাক্টার থেকে পরে গিয়ে মারা যান । ইস্থানীও সূত্রের খবর মারা যাওয়া যুবকের বাড়ি হরিরামপুর থানার ধোলাহাট গ্রামে তার বাবার নাম সুনীল হাজদা দিন আনে দিন খাই তার ছেলে সোনায় ট্রাক্টার চালাতো কোনো মতো চলে যেত সংসার।
রোজ দিনের মতো তিনি ট্রাক্টার চালাচ্ছিলেন আজ দুপুরে ২,৪০ নাগাদ নিজের চালানো ট্রাক্টার থেকে পড়ে যান তিনি ওখানেই তার মৃত্যু হয় । তবে কি কারণে এমন ঘটলো কেমন করে পরে গেল তা নিয়ে সবাই চিন্তিত ।স্থানীওড়া পুলিশকে খবর করে তার পর পুলিশ এসে ময়না তদন্তের জন্য বালুরঘাট পাঠায় । এই ঘটনায় তদন্তে পুলিশ ।