December 22, 2024

নাবলক ও নাবালিকার বিয়ে রুখলো পুলিশ

1 min read
প্রদীপ সিনহা,করণদিঘি উত্তর দিনাজপুর জেলার করণদিঘির বালিয়া ও বিলাসপুর গ্রামের 
দুই নাবালক ও নাবালিকার বিয়ে রুখলো করণদিঘি থানার পুলিশ।গোপন সূত্রের খবর পেযে গ্রামে গেলে পুলিশ দেখতে  পায়
 নাবালিকা মেয়ে ও নাবালক ছেলেকে  জোর করে বিয়ে দিচ্ছিল তার পরিবার।ছেলেটির নাম আবদুল করিম(15) মেয়ের নাম মাস্তানা খাতুন(16) ।মেয়ের বাড়ি বালিয়া ও ছেলের বাড়ি বিলাসপুর।
অভিযোগেরই ভিত্তি তে করণদিঘি থানার পুলিশ মেয়েটি ও ছেলেটির পরিবার কে থানায় নিয়ে গিয়ে বুঝিয়ে বিয়ে বন্ধ করে। এবং মেয়ের 18 বছর ও ছেলের 21 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না বলে পরিস্কার জানিয়ে দেয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *