কেন্দ্রিয় বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ এবং বন দপ্তরের মন্ত্রি ডঃ হর্ষবর্ধন আজ সস্ত্রিক সুন্দরবন পরিদর্শন করলেন
1 min read
সাজাহান সিরাজ,
কেন্দ্রিয় বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ এবং বন দপ্তরের
মন্ত্রি ডঃ হর্ষবর্ধন আজ সস্ত্রিক সুন্দরবন পরিদর্শন করলেন । এটি তাঁর প্রথম সুন্দরবন
সফর ।
কেন্দ্রিয় বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ এবং বন দপ্তরের
মন্ত্রি ডঃ হর্ষবর্ধন আজ সস্ত্রিক সুন্দরবন পরিদর্শন করলেন । এটি তাঁর প্রথম সুন্দরবন
সফর ।
তিনদিনের সুন্দরবন ভ্রমনে কেন্দ্রিয় মন্ত্রি শনিবার রাতে সজনেখালিতে পৌঁছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের অতিথিশালায় রাত্রিযাপন
করেন ।
করেন ।
আজ সকালে সজনেখালিতে ব্যাঘ্র প্রকল্পের মিউজিয়মটি ঘুরে দেখেন । সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তৈরি সুন্দরবনের
বন ও বন্যপ্রাণী নিয়ে একটি তথ্যচিত্রও দেখেন ।
বন ও বন্যপ্রাণী নিয়ে একটি তথ্যচিত্রও দেখেন ।