মায়েরঅষ্টধাতুর মূর্তির পূজাকে কেন্দ্র করে মা বয়রা মন্দির নব সাজে সজ্জিত-
1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ—শনিবার উত্তরদিনাজপুর জেলার
কালিয়াগঞ্জ শহরের মা বয়রা কালী মাতার
মন্দিরে বয়রা মায়ের
বাৎসরিক অষ্ট ধাতুর
পূজা অত্যন্ত উৎসাহ
উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত হয়।
কালিয়াগঞ্জ শহরের মা বয়রা কালী মাতার
মন্দিরে বয়রা মায়ের
বাৎসরিক অষ্ট ধাতুর
পূজা অত্যন্ত উৎসাহ
উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত হয়।
মায়ের পূজা হয় অত্যন্ত নিষ্ঠা ও আছরের মধ্যে দিয়ে।মা বয়রা কালি পূজা
কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ বিকাশ
ভদ্র বলেন ১৯৯৮ সালের
6ই এপ্রিল মায়ের
অষ্টধাতুর তৈরি মূর্তির পূজা শুরু হয় অষ্টধাতুর মূর্তি তৈরি
করতে ব্যায় হয় আনুমানিক 6লক্ষ টাকা।
কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ বিকাশ
ভদ্র বলেন ১৯৯৮ সালের
6ই এপ্রিল মায়ের
অষ্টধাতুর তৈরি মূর্তির পূজা শুরু হয় অষ্টধাতুর মূর্তি তৈরি
করতে ব্যায় হয় আনুমানিক 6লক্ষ টাকা।
কালিয়াগঞ্জের সাধারণ মানুষের দানেই এই অষ্টধাতুর মূর্তি কৃষ্ণনগর থেকে তৈরী করে আনা হয়। কালিয়াগঞ্জের মা বয়রা কালীরঅষ্টধাতুর মূর্তির পুঁজা
দেখবার জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে
ভক্ত বৃন্দরা আসেন
বলে জানান।অপর যুগ্ম
সম্পাদক
সৌমেশ লাহিড়ী বলেনমায়ের অষ্ট ধাতুর মূর্তি তৈরি করবার জন্য
এই কমিটির পূর্বতন সদস্যরা যথেষ্ট পরিশ্রম করেছিলেন।সবার সহযোগিতা ছাড়া কোনভাবেই এতবড় কাজ হতে পারেনা।কালিয়াগঞ্জের মানুষ তাই মা বয়রা
কালীর বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সবসময়
মুক্তহস্তে দান করে থাকে।
দেখবার জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে
ভক্ত বৃন্দরা আসেন
বলে জানান।অপর যুগ্ম
সম্পাদক
সৌমেশ লাহিড়ী বলেনমায়ের অষ্ট ধাতুর মূর্তি তৈরি করবার জন্য
এই কমিটির পূর্বতন সদস্যরা যথেষ্ট পরিশ্রম করেছিলেন।সবার সহযোগিতা ছাড়া কোনভাবেই এতবড় কাজ হতে পারেনা।কালিয়াগঞ্জের মানুষ তাই মা বয়রা
কালীর বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সবসময়
মুক্তহস্তে দান করে থাকে।