October 4, 2024

মায়েরঅষ্টধাতুর মূর্তির পূজাকে কেন্দ্র করে মা বয়রা মন্দির নব সাজে সজ্জিত-

1 min read
    

তপন চক্রবর্তীকালিয়াগঞ্জশনিবার উত্তরদিনাজপুর জেলার
কালিয়াগঞ্জ শহরের মা বয়রা কালী মাতার
মন্দিরে বয়রা মায়ের
বাৎসরিক অষ্ট ধাতুর
পূজা অত্যন্ত উৎসাহ
উদ্দীপনার মধ্যে অনুষ্ঠিত হয়

মায়ের পূজা হয় অত্যন্ত নিষ্ঠা আছরের মধ্যে দিয়েমা বয়রা কালি পূজা
কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিদ্যুৎ বিকাশ
ভদ্র বলেন ১৯৯৮ সালের
6
এপ্রিল মায়ের
অষ্টধাতুর তৈরি মূর্তির পূজা শুরু হয় অষ্টধাতুর মূর্তি তৈরি
করতে ব্যায় হয় আনুমানিক 6লক্ষ টাকা


কালিয়াগঞ্জের সাধারণ মানুষের দানেই এই অষ্টধাতুর মূর্তি কৃষ্ণনগর থেকে তৈরী করে আনা হয় কালিয়াগঞ্জের মা বয়রা কালীরঅষ্টধাতুর মূর্তির পুঁজা
দেখবার জন্য রাজ্যের বিভিন্ন জেলা থেকে
ভক্ত বৃন্দরা আসেন
বলে জানানঅপর যুগ্ম
সম্পাদক 
সৌমেশ লাহিড়ী বলেনমায়ের অষ্ট ধাতুর মূর্তি তৈরি করবার জন্য
এই কমিটির পূর্বতন সদস্যরা যথেষ্ট পরিশ্রম করেছিলেনসবার সহযোগিতা ছাড়া কোনভাবেই এতবড় কাজ হতে পারেনাকালিয়াগঞ্জের মানুষ তাই মা বয়রা
কালীর বিভিন্ন উন্নয়ন মূলক কাজে সবসময়
মুক্তহস্তে দান করে থাকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *