December 22, 2024

পঞ্চায়েত নির্বাচনে জেলা পরিষদ আসনে জননেতার মনোনয়ন পত্র পেস

1 min read
জয়ন্ত বোস , বর্তমানের কথা। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের
শেষ দিনের পর্বে আজ সোমবারে উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদ আসনে মনোনয়নপত্র জমা
করলেন উত্তর দিনাজপুর জেলার প্রাক্তন তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি তথা পশ্চিমবঙ্গ
রাজ্য তৃণমূল কংগ্রেস সম্পাদক কালিয়াগঞ্জের তরঙ্গপুরের রাজনৈতিক ঘরানার
দীর্ঘদিনের পোড় খাওয়া সর্বজন পরিচিত সকলের প্রিয় কাছের ও কাজের মানুষ অসীম ঘোষ।
 তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে
উত্তর দিনাজপুর জেলায় একজন লড়াকু ও সাংগঠনিক সৈনিক হয়ে তৃণমূল কংগ্রেসের
সংগঠনের কাজ শুরু করেন অসীম ঘোষ। 

বাম জমানায় অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে তৃণমূল
কংগ্রেসের সংগঠনের কাজ শুরু করে  উত্তর
দিনাজপুরের সর্বত্র মাটিতে ঘাসফুলের বীজ রোপণ করতে নিরলস প্রচেষ্টায় নিজেকে একজন
ফুল টাইমার রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। শুধু তাই নয়
, একদিকে যেমন সাংগঠনিক বিস্তার ঠিক তার পাশাপাশি সকলের কাছ
থেকে অসীম ভালোবাসায় সকলের পাশে থেকে রাজনৈতিক আঙ্গিনায় সমাজসেবী হিসেবে মানুষের
কাছে অসীম দা হয়েই আজও একই অবস্থান অসীম ঘোষের।

 এই প্রথম পঞ্চায়েত নির্বাচনের
জেলা পরিষদের আসনে প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়েছেন আরো বেশী করে মানুষের পাশে
দাঁড়ানোর স্বপ্ন নিয়ে। উত্তর দিনাজপুর জেলার ১৮ নং জেলা পরিষদ আসনে নির্বাচনে
প্রতিদ্বন্দ্বিতা করতে   তৃণমূল কংগ্রেসের
কয়েক হাজার কর্মী
, সমর্থক এবং জেলা
নেতৃবৃন্দের সঙ্গে বিপুল উদ্দীপনায় রায়গঞ্জ কর্ণজোড়ায় মনোনয়নপত্র জমা করলেন।
মনোনয়নপত্র জমা করতে এসে তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা
পশ্চিমবঙ্গ ব্যাপী যে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে এবং এই কর্মযজ্ঞে গ্রামের মানুষ
যেভাবে উপকৃত হচ্ছেন তা আগামী দিনে আরো বেশী মানুষের কাছে পৌঁছে দিতে তিনি
অঙ্গীকারবদ্ধ আর এটাই হবে তার বিপুল ভোটে জয়ের প্রথম কারণ এবং দ্বিতীয় কারণ
ভোটারদের আশীর্বাদ। কালিয়াগঞ্জ ব্লকের ১ নং অনন্তপুর
, ২ নং ধনকোল এবং ৩ নং রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত এলাকা
নিয়েই ১৮ নং জেলা পরিষদ আসন। উক্ত  এলাকার
প্রতিটি মানুষের কাছে অসীম ঘোষ যেমন পরিচিত তেমনি সমাদৃত। মনোনয়নপত্র জমা করার
পথে এক মুসলিম বৃদ্ধ তৃণমূল কংগ্রেস সমর্থক বললেন আল্লাহর দোয়ায় শুধু অসীম ঘোষের
জিতার অপেক্ষা ছাড়া আর কিছুই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *