December 22, 2024

ভোট বাক্স গুলিতে তেল

1 min read
 উত্তর দিনাজপুর  রাজ্যের ত্রিস্তর  নির্বাচনের দামামা বেজে ওঠার সাথে সাথে  ভোট সুষ্ঠ মতো সম্পন্ন হয় সেদিকে লক্ষ রেখে ব্লক স্তরের প্রশাসনের প্রস্তুতি তুঙ্গে 
 গত পাচ বছর ধরে বদ্ধ ঘড়ে পড়ে থাকা  বিভিন্ন রাজনৈতিক দলের ভাগ্যের ভোট বাক্স গুলিকে বেড় করে তা পরিস্কার পরিচ্ছন্ন থেকে শুরু করে সংস্কারএর  কাজ চলছে জোর কদমে  এমনি চিত্র দেখা গেল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ব্লক অফিসে 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

গত বছর ধরে পড়ে থাকা লোহার কিংবা টিনের ভোট বাক্স গুলি পরিস্কার পরিচ্ছন্ন করে তাতে তেল দিয়ে লক গুলিকে মরিচা এবং সংস্কার করার কাজে ব্যস্ত ব্লক অফিসের অস্থায়ি কর্মিরা কারন আগামী ৫ই মে রাজ্যের তৃতীয় দফায় নির্বাচন হবে   কালিয়াগঞ্জে আগামী ৫ই মে
তৃতীয় দফায় নির্বাচনে ১৭৫ টি আসনের জন্য ভাগ্য নির্ধারন হবে  


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আর এই তিন ধরনের ভোট বাস্কের পঞ্চায়েত ১৪৮টি আসন ,গ্রাম পঞ্চায়েত ২৪টি আসন জেলা পরিষদের টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থিদের
ভাগ্য নির্ধারন করবে ভোট বাস্ক গুলি বিধান সভা কিংবা লোকসভা এমনকি পুরসভার  ভোটের জন্য ইভিএম মেসিনের মাধ্যমে ভোট গ্রহণ হলেও পঞ্চায়েত নির্বাচনে ব্যালট বাক্স ব্যবহার হয় তাই পাচ বছর ধরে বন্ধ ঘড়ে পড়ে থাকলেও ভোটের সময় এই তিন ধরনের লোহা টিনের বাক্স গুলি অতুলনিয়এই বিষয়ে কালিয়াগঞ্জের বিডিও মহম্মদ জাকারিয়া জানান, পঞ্চায়েত নির্বাচনের ব্যালেট বাস্ক গুলি সংস্কারের কাজ চলছে। সেগুলিকে পরিস্কার পরিচ্ছন্য করে সেগুলিকে জাম মুক্ত ক্রেতে তেল দেওয়ার কাজ চলছে ব্লক অফিসে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *