October 11, 2024

ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের ১২৮ তম জন্মদিবস উদযাপন

1 min read

জয়ন্ত বোস, বর্তমানের কথা। কালিয়াগঞ্জ পৌর শহরের ৬ নং ওয়ার্ডের হরিহরপুরে বাংলা তথা ভারতের এক মুনিষী ঠাকুর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তির পাদদেশে ভারতের মহান মানুষ তথা সংবিধান রচয়িতার নায়ক ডঃ ভীমরাও রামজি আম্বেদকরের ১২৮ তম জন্মদিবস পালিত হলো একটি বিশেষ অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ বৈকাল ৫ টায়। 
এই অনুষ্ঠানের আয়োজক ডঃ বি আর আম্বেদকর উদযাপন কমিটি, কালিয়াগঞ্জ। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সংগীত পরিবেশনের পর আম্বেদকরের ফটোতে মাল্যদান করে অনুষ্ঠানের মূল পর্ব অর্থাৎ আম্বেদকরের জন্মদিবসের অনুষ্ঠানে উপস্থিত মাননীয় অতিথি ব্যাক্তিরা আম্বেদকরের জীবনী নিয়ে আলোকপাত করেন এমনকি  ভারতের সংবিধান সংক্রান্ত রচনার ক্ষেত্রে আম্বেদকরের যে ভূমিকা সেই বিষয়গুলো নিয়ে সবিস্তারে আলোকপাত করেন তাদের বক্তব্যে। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার এক্সিকিউটিভ অফিসার জনার্দন বর্মন , কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ প্রবীর বর্মন , চাঁচলের সাব রেজিস্ট্রার বিভুতি ভূষন মন্ডল , can কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ধীরেন পাহান প্রমুখ বিশিষ্ট জনেরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *