December 22, 2024

আন্তরিকতায় মানব প্রেমে মিস্টি ও শুভেচ্ছায় নববর্ষের সারাদিন ভোটারদের মন ছুঁয়ে নিলেন অসীম ঘোষ।

1 min read

জয়ন্ত বোস , বর্তমানের কথা
” জাগো ফুলে ফলে নব তৃণদলে
তাপস, লোচন মেলো হে।
জাগো মানবের আশায় ভাষায়,
নাচের চরণ ফেলো হে।
জাগো ধনে ধানে, জাগো গানে গানে,
জাগো সংগ্রামে, জাগো সন্ধানে,
আশ্বাসহারা উদাস পরানে

জাগাও উদার নৃত্য।”  রবিঠাকুর এভাবেই আবাহন করেছেন বাংলা নতুন বর্ষকে। বাঙালির জীবনে আজ এক নতুন দিন, নতুন বার্তা। আজকের সুর্যদয়ের মধ্য দিয়ে সূচনা হলো বাংলা ১৪২৫ সালের। 
আজকের দিনে থাকবে না কোন রাজনৈতিক রং এটিই স্বাভাবিক তবে থাকবে নতুন দিনের, নতুন বছরের নবরুপে আন্তরিকতার মেলবন্ধনে এক নতুন রঙের ছটা। আর আজ নববর্ষে সাতসকালের সেই রঙের ছটায় প্রার্থী হয়ে পঞ্চায়েত নির্বাচনের প্রচারকে সরিয়ে রেখে অসীম ঘোষ তার ১৮ নং জেলা পরিষদ আসনের এলাকায় জনগনকে বর্ষ বরনের মিস্টি খাইয়ে ও শুভেচ্ছা জানিয়ে জনসাধারণের  মাঝে কিংবদন্তি জননায়ক হয়ে অনন্য নজির গড়ে তুললেন। 
রাজনৈতিক রঙের ঊর্ধ্বে উঠে সকল স্তরের মানুষ , সকল ধর্মের মানুষ, সকল রঙের মানুষ যেভাবে নববর্ষের দিন অসীম ঘোষ কে জড়িয়ে ধরে, মাথায় হাত দিয়ে শুভেচ্ছা বিনিময় ও আশীর্বাদ করলেন তাতে করে নির্বাচনের প্রাগ মুহুর্তে মনে হচ্ছিল ১৮ নং জেলা পরিষদ নির্বাচনী  এলাকাবাসীরা তাদের এলাকার আগামী দিনের উন্নয়নের দিশারীকে যেন পেয়েই গেছেন। 
আজকের দিনে সকলকেই ভোটের প্রচারের কথা না বলে সকলের সুস্থতা , সকলের ভালো থাকার কথা বলতে বলতেই মিস্টি খাইয়ে দিচ্ছিলেন। এক বৃদ্ধা অসীম ঘোষ কে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার পরেও সকলের সামনেই বলছিলেন অসীম ঘোষ কে, কারণ এই বৃদ্ধা অসীম ঘোষ কে চিনতেন না। সবাই যখন বলে উঠলেন আপনি যাকে আশীর্বাদ করলেন তিনিই অসীম ঘোষ, একথা শুনে বৃদ্ধা নিজেই উঠে গিয়ে অসীম ঘোষ কে জড়িয়ে ধরলেন। সকলের সামনে ,সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে এই দৃশ্য ধরা দিতেই সকলে অবাক ।
 নববর্ষের মানবতার মেলবন্ধনে শুভেচ্ছা বিনিময়ের যুগল সন্ধিক্ষণে জনজোয়ার মনে করে দিচ্ছিল বাংলায় মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়নের জোয়ারের কথা , বলছিলেন ১ নং অঞ্চলের মাহিনগর বুড়িডাঙ্গি এলাকার ৭২ বছরের মোয়াজ্জেম আলী। এমন উত্সাহ ও উদ্দীপনাময় বাংলা বর্ষ বরনের দিনে ভোটের প্রচারের কাজকে সরিয়ে রেখে যেভাবে  এক অভিনব মানবিক মেলবন্ধনের শুভেচ্ছা বিনিময়ের চিত্রপট মিস্টি মুখে তুলির টানে মানুষের হৃদয়ে প্রলেপ দিয়ে গেলেন তাতে করে নির্বাচনী ফল প্রকাশের দিন মিস্টি মুখে মিস্টি হাসি অসীম ঘোষ যে হাসতে চলেছেন তা এককথায় নিশ্চিত করেই বলা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *