January 16, 2025

৫ লক্ষ টাকার জালনোট সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ

বিশ্বজিৎ মন্ডল, মালদা, ৫ লক্ষ টাকার জালনোট সহ এক যুবককে গ্রেপ্তার করল ইংরেজবাজার থানার পুলিশ। শনিবার রাতে মালদা শহরের রথবাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে।
 তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ টাকার জাল নোট।
 উদ্ধার করা নোটগুলি সবি ২০০০ টাকার নোট। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম, উত্তম মন্ডল(৩৬)। বাড়ি বৈষ্ণবনগর থানার পারদেওনাপুর গ্রামে।
 ধৃতের বাবা এ বছর পঞ্চায়েতের প্রার্থী হয়েছেন বলে জানা গিয়েছে। ধৃতকে রবিবার মালদা জেলা আদালতে তোলা হবে। ধৃতের কাছ থেকে পুলিশ একটি মোটর বাইকও উদ্ধার করেছে।
 ধৃত যুবক কাদের সঙ্গে জালনোট লেনদেন করতেন,কারা নোটগুলি পাচার করতেন, সমস্তটাই তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *