জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে দু’জনকে গ্রেফতার করল সিআইডি।
1 min read
জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে দু’জনকে গ্রেফতার করল সিআইডি। শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির পূর্ব ধনতলায় অভিযান চালিয়ে গৌতম সরকার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে জেরার পর শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে একটি জেরক্সের দোকান থেকে গৌতম সাহা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি।গোপন সূত্রে খবর পেয়ে সিআইডি পূর্ব ধনতলায় একটি কসমেটিক্সের দোকানে প্রথমে অভিযান চালায়। সেখান থেকে একটি ল্যাপটপ, প্রিন্টার মেশিন, ড্রাইভিং লাইসেন্স, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ একাধিক বোর্ডের মার্কশিট সহ নানা সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া বিভিন্ন থানা, শিলিগুড়ি পুলিশ কমিশনার ও জেলাশাসকের নামে তৈরি করা ৩১টি রবার স্ট্যাম্প বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে, শিলিগুড়ির বাঘাযতীন পার্কের সামনে একটি জেরক্সের দোকানে হানা দিয়ে বিভিন্ন নথি বাজেয়াপ্ত করে।সিআইডি সূত্রে খবর, টাকার বিনিময়ে মূলত চাকরিপ্রার্থীদের জাল মার্কশিট তৈরি করে দিত তারা। ধৃত দু’জনকে জেরা করা হচ্ছে। শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় অভিযান চলছে