ডাইন ও ডাইনীঅপবাদে একই পরিবারের দুজনকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে পূর্ববর্ধমানের মাধবডিহির নেওড় গ্রামের আদিবাসীপাড়ায়।মৃত দুজনের নাম মঙ্গল মাণ্ডি(৬০) ও মাকু বাস্কে(৬৫)।মৃত মঙ্গল মাণ্ডি পুরুষ, বয়স ।অন্যদিকে মৃত মাকু বাস্কে মহিলা। মৃত দুজনের ভাইপো গুরুপদ মাণ্ডি ও মৃতা মাকু বাস্কের ছেলে শিবু বাস্কের অভিযোগ ডাইন ও ডাইনী সন্দেহে তাদের পিটিয়ে মারা হয়েছে। পুলিশ ও সথানীয় সূত্রে জানা গেছে, গতরাতে (৮টা নাগাদ)পরিচিত কয়েকজন তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ফাঁকা মাঠে ৪০ – ৫০ জন মিলে পিটিয়ে তাদের খুন করা হয়। মাঠেরই একটি জায়গায় দেহদুটি পঁতে রাখা হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়,কিনতু গ্রামবাসীদের প্রতিরোধএর মুখে পরে ফিরে আসে।আজ ভোরে ঘটনাস্থল থেকে ৫কিলোমিটার দূরে জামালপুরে দামোদরের চরে দেহদুটি পুড়িয়ে ফেলা হয়। প্রায় আটমাস ধরে মঙ্গল মাণ্ডির ভাইপো বিষু মাণ্ডির স্ত্রী রেখা মাণ্ডি অসুস্থ। জামালপুরের রুক্সিনী মহুল্লার ওঝা মাকু বাস্কেকে ডাইনী ও মঙ্গল মাণ্ডিকে ডাইন অপবাদ দেয়। এদের জন্যই রেখা দেবী সুসথ হতে পারছেন না।গ্রামে বিষয় টি ছড়িয়ে পড়তেই gramবাসিরা রাতে দুজনের উপর চড়াও হয়।পুলিশ ঘটনার তদন্ত করছে