November 13, 2024

অনৈতিক ভাবে বেতন বৃদ্ধির কারণে আসানসোলের বেসরকারি স্কুলে অভিভাবকদের বিক্ষোভ৷

1 min read
আসানসোলঃবুধবার সকালে আসানসোলের বুধা মোড় সংলগ্ন একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে স্কুলের বার্ষিক ফিস বৃদ্ধিকে কেন্দ্র করে অভিভাবকদের বিক্ষোভ শুরু হয়৷স্কুলের এক ছাত্রের অভিভাবক শচীন মণ্ডল জানান নিয়ম অনুসারে স্কুলের বার্ষিক বেতন বৃদ্ধি ৭ থেকে ১০% হতে পারে৷এমনকি স্কুল নোটিশে ২০%বাড়ানোর কথা বলা হয়৷অথচ তাদের কাছে বর্তমানে স্কুল ফিসের নামে যে চার্জ কাটা হচ্ছে,সেখানে গত বছরের তুলনায় ১০০% বেতন বৃদ্ধি ঘটানো হয়েছে৷এমনকি এ বিষয়ে অভিভাবকদের সাথে কোনো বৈঠক করা হয়নি৷তাছাড়া স্কুল  যে সব পরিষেবাগুলি দেওয়ার নামে এই বেতন বৃদ্ধি ঘটাচ্ছে(স্মার্ট ক্লাস),সেগুলির কোনো কিছুর ঠিক মতো ব্যবস্থা নেই৷স্কুলের শৌচাগার গুলিও ভীষণ অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর৷স্কুল কর্তৃপক্ষকে এ সমস্ত বিষয়ে অভিযোগ করা হলেও স্কুল কর্তৃপক্ষ এ বিষয়ে জবাবদিহি করতে রাজি নয়৷এমনকি স্কুল সরাসরি ছেলেমেয়েদের অন্যত্র নিয়ে যেতে বলছেন৷যদিও স্কুলের প্রিন্সিপ্যাল সুপ্রিয়া মিত্র জানান,স্কুল ফিস বৃদ্ধির বিষয়ে অভিভাবকদের গত সেপ্টেম্বর মাসেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়৷সেসময় গুটিকয় অভিভাবক তাদের অক্ষমতার কথা জানালে,তাদের সাথে বিষয়টি আলোচনার মাধ্যমে মেটানো হয়৷তবে আজ বেশিরভাগ অভিভাবক যেভাবে বিষয়টির প্রতিবাদ করতে চাইছেন,তা অনৈতিক৷তাছাড়া তাদের স্কুল পরিকাঠামোর উন্নয়নের স্বার্থে বেতন বৃদ্ধি ঘটাতে হয়েছে স্কুল কর্তৃপক্ষের সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমেই৷তাই তাদের আর বিশেষ কিছু করার নেই৷তবে ঘটনা প্রেক্ষিতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হীরাপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *