ভুট্টা বীজ প্রশিক্ষণের আয়োজন
1 min read
রতন কুমার সিংহ: উত্তর দিনাজপুর জেলার করণদিঘির চুনামারি গ্রামে কৃষকদের নিয়ে আজ এক ভুট্টা বীজ প্রশিক্ষণের আয়োজন করা হলো । এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন গ্রামের লোকজন ছাড়াও অনান্য গ্রামেরলোকজন। এই ভুট্টা কৃষি কে আরো উন্নত করতে নানান প্রশিক্ষণ দেওয়া হয় কৃষকদের ।