January 9, 2025

ভুট্টা বীজ প্রশিক্ষণের আয়োজন

1 min read
রতন কুমার সিংহ:  উত্তর দিনাজপুর জেলার করণদিঘির চুনামারি গ্রামে কৃষকদের নিয়ে  আজ এক ভুট্টা বীজ প্রশিক্ষণের আয়োজন করা হলো । এই প্রশিক্ষণে উপস্থিত ছিলেন গ্রামের লোকজন ছাড়াও অনান্য গ্রামেরলোকজন। এই ভুট্টা কৃষি কে আরো উন্নত করতে নানান প্রশিক্ষণ দেওয়া হয় কৃষকদের ।
 এই প্রশিক্ষণ দিতে ডেকল্ব কোম্পানি থেকে দক্ষ কর্মী সহ বিশেষ কৃষি ডক্টর আসছিলেন ।

 তারা বলেছেন ,  আমরাই একদিন এই বীজ এর চাষ করতে বলি আপনাদের আজ আপনারা এই ভুট্টার ফলন  দেখতে পাচ্ছেন । গ্রামের এক কৃষক জানিয়েছেন  ,  এই বীজ আমি কোম্পানি থেকেই পেয়েছি তবে আজ তার ফলন দেখে অনেক উৎসাহ পেয়েছি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..