বসত ভিটা মাপজোপ করাকে কেন্দ্র করে বচসার জেরে দুই পরিবারের সংঘর্ষ।
1 min read
বিশ্বজিৎ মন্ডল, মালদা,বসত ভিটা মাপজোপ করাকে কেন্দ্র করে বচসার জেরে দুই পরিবারের সংঘর্ষ। ইটের ঘায়ে আহত একই পরিবারের ১ মহিলা সহ ৪ জন। বর্তমানে তারা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার সকালে মোথাবাড়ি থানার সাদিপুর মিঞাপাড়া এলাকায়। ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের মোথাবাড়ি থানায়। অভিযুক্তরা পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তরা হলেন, ধন্নু চৌধুরী(৬০), ফরজুল চৌধুরী(২৩), হেমা বিবি(২২) এবং শাহু চৌধুরী(২৮)। তারা চিকিৎসাধীন মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে। অভিযুক্ত ডুব্বু চৌধুরি, জাকির চৌধুরি, সাবির চৌধুরি সহ ১২ জনের বিরুদ্ধে মোথাবাড়ি থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তরা পলাতক। জানা গিয়েছে, ধন্নু চৌধুরি এবং ডুব্বু চৌধুরি সম্পর্কে ভাই। অভিযোগ, ডুব্বুরা আমিন দিয়ে বসত ভিটা মাপজোপ করছিল। সেই সময় ধন্নুদের জায়গা চেপে দেওয়ার অভিযোগ। সেই ঘটনার প্রতিবাদ করতেই বচসার জেরে দুই পরিবারের সংঘর্ষ বেধে যায়। অভিযোগ, অভিযুক্তদের ইটের ঘায়ে আহত হয় এক মহিলা সহ ৪ জন। আহতদের উদ্ধার করে প্রথমে বাঙ্গিটোলা গ্রামীন হাসপাতালে ভরতি করে পরিজনেরা। সেখান থেকে তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা। তবে কি কারনে এই সংঘর্ষ তা তদন্ত শুরু করেছে মো
থাবাড়ি থানার পুলিশ।