রায়গঞ্জের পশ্চিম বোগ্রামে সংঘর্ষে উত্তপ্ত উত্তপ্ত হলো এলাকা
1 min read
সুব্রত সাহা রায়গঞ্জ ঃ–
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পশ্চিম বোগ্রামে এসে সংঘর্ষে উত্তপ্ত হলো এলাকা বিজেপি প্রার্থী
চুনিলাল রায়কে অপহরন করতে । তৃনমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে অভিযোগের তীর ।
তৃনমূল আশ্রিত দুস্কৃতিদের হাতে আক্রান্ত । তাদের অভিযোগ, তৃনমুলের
দুস্কৃতিরা বেশ কয়েকটি বাইক নিয়ে হামলা চালায় বিজেপি ও জোট প্রার্থীর বাড়িতে।
তাদের নমিনেশন প্রত্যাহার করার জন্য আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানোর পাশাপাশি
অপহরনের চেষ্টা করে। এলাকায় ব্যাপক গুলি চালানো হয় বলে অভিযোগ। এলাকাবাসীদের
জানাজানি হতেই তৃনমুল দুস্কৃতিদের চারিদিকে ঘিরে রুখে দাড়ালে দুটি বাইক ফেলে
পালিয়ে যায় দুস্কৃতিরা। গ্রামবাসিরা বাইকদুটিকে যথেচ্ছ ভাঙচুড় চালায়। তাদের আরো
অভিযোগ, পুলিশকে বারেবারে
জানানো সত্বেও পুলিশ কোন উদ্যোগ নেয়নি। গোটা ঘটনায় আতংক ছড়িয়েছে এলাকায়। ঘটনায় এখন
উত্তপ্ত এলাকা।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের পশ্চিম বোগ্রামে এসে সংঘর্ষে উত্তপ্ত হলো এলাকা বিজেপি প্রার্থী
চুনিলাল রায়কে অপহরন করতে । তৃনমূল আশ্রিত দুস্কৃতিদের বিরুদ্ধে অভিযোগের তীর ।
তৃনমূল আশ্রিত দুস্কৃতিদের হাতে আক্রান্ত । তাদের অভিযোগ, তৃনমুলের
দুস্কৃতিরা বেশ কয়েকটি বাইক নিয়ে হামলা চালায় বিজেপি ও জোট প্রার্থীর বাড়িতে।
তাদের নমিনেশন প্রত্যাহার করার জন্য আগ্নেয়াস্ত্র দিয়ে ভয় দেখানোর পাশাপাশি
অপহরনের চেষ্টা করে। এলাকায় ব্যাপক গুলি চালানো হয় বলে অভিযোগ। এলাকাবাসীদের
জানাজানি হতেই তৃনমুল দুস্কৃতিদের চারিদিকে ঘিরে রুখে দাড়ালে দুটি বাইক ফেলে
পালিয়ে যায় দুস্কৃতিরা। গ্রামবাসিরা বাইকদুটিকে যথেচ্ছ ভাঙচুড় চালায়। তাদের আরো
অভিযোগ, পুলিশকে বারেবারে
জানানো সত্বেও পুলিশ কোন উদ্যোগ নেয়নি। গোটা ঘটনায় আতংক ছড়িয়েছে এলাকায়। ঘটনায় এখন
উত্তপ্ত এলাকা।