কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনীরা সাহিত্য চর্চার স্বার্থে সাম্মাসিক উন্মেসে র প্রকাশ করলো
1 min read
তপন চক্রবর্তী উত্তরদিনাজপুর, শনিবার উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের একদল প্রাক্তন ছাত্ররা কালিয়াগঞ্জ্ শহরের সাহিত্য চর্চার স্বার্থে ও প্রসারে সন্মাসিক উন্মেষ নামে একটি পত্রিকার সূচনা করলো।সাম্মাসিক উন্মেষ পত্রিকার উদ্বোধন করলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল।পৌরপতি কার্তিক চন্দ্র পাল তার বক্তব্যে বলেন কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্ররা তাদের বিদ্যালয়কে যে কত ভালোবাসে তার উজ্বল দৃষ্টান্ত তাদের আজকের এই উদ্যোগ।
তাদের এই উদ্যোগকে তিনি অভিনন্দন জানান।বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের বর্তমান ছাত্র তন্ময় কুন্ডু বলেন কালিয়াগঞ্জে দিনদিন সাহিত্য চর্চা কমে যাচ্ছে।তার জন্যই আমাদের এই প্রয়াস।বিদ্যালয়ের কৃতি ছাত্র তথা বর্তমানে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ছাত্র প্রসেম মজুমদার জানায় পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তামস বন্দোপাধ্যায় তাদের উন্মেষ পত্রিকা প্রকাশের ব্যাপারে তাদের সবসময় উৎসাহিত করেছে।তাদের এই সাফল্যের মূলে তিনার অবদান যথেস্টই।
বিদ্যালয়ের শিক্ষক তামস রঞ্জন বন্দোপাধ্যায় বলেন তাদের বিদ্যালয়ের এই কৃতি ছাত্ররা বিদ্যালয় থেকে চলে যাবার পরেও তারা কালিয়াগঞ্জের জন্য কিছু একটা করতে চায়।সেই উদ্দেশ্য নিয়েই উন্মেষকে নিয়ে পথ চলা শুরু করেছে।সাম্মাসিক উন্মসের মধ্য দিয়ে কালিয়াগঞ্জে সাহিত্যের চর্চা বারুক আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ই তাই।অনুষ্ঠানে কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দন সাহা বলেন তার বিদ্যালয়ের কৃতি ছাত্রদের এই উদ্যোগে তিনি গর্ব বোধ করেন।তাদের এই উদ্যোগ সফল হবে বলে তিনি আশাবাদী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী অনির্বান চক্রবর্তী,বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি নিলাঞ্জন সাহা,প্রাক্তন ছাত্র ধীমান কুমার নায়েক,রিতঙ্কর মিত্র,সৌভিক পাল সহ বিভিন্ন এস এস কে ও এম এস কে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগন।