January 10, 2025

পঞ্চায়েত ভোট কে ঘিরে দফায় দফায় উত্তপ্ত উত্তর দিনাজপুর

1 min read

উত্তর  দিনাজপুর : পঞ্চায়েত  ভোট কে ঘিরে  উত্তর  দিনাজপুর  জেলার  রায়গঞ্জের  ও ইটাহারে উত্তপ্ত হয়ে ওঠে।  অসন্ন ত্রিস্তার পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার রাত ভর  থেকে শুরু হয়েছে দুষ্কৃতীদের তাণ্ডব পরদিন শনিবার সকাল অগ্নিগর্ভে ফুলে ওঠে রায়গঞ্জ। এই দিন  দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন রায়গঞ্জ ব্লকের ১৩ নং কমলাবাড়ি অঞ্চলের তৃণমূলের বিদায়ী উপ প্রধান ও তার স্বামী।  উপ প্রধান অধিকা বর্মনের অভিযোগ করেন, তৃণমূলের টিকিট না পেয়ে তার স্বামী দীপক বর্মন নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেয়। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি দেওয়া হচ্ছিল।  একদল দুষ্কৃতী রাতে  বাইক নিয়ে এসে দোকান ও বাড়িতে বোমা ও গুলি চালাতে থাকে।
 এই দিন দিনে দুপুরে তাজা বোমা উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো শনিবার ইটাহারে। এদিন চাঁচল ইটাহার রাজ্য সড়ক দিগনা গ্রামের জন বস্তি এলাকায় দেখতে পান এলাকার বাসিন্দারা, ফলে লোক জন ভির জমায়, খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে ইটাহার থানায় নিয়ে আসে।দুষ্কৃতীরা   স্বামী দীপক বর্মনকে মারধোর এর পাশাপাশি  ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় । তবে দুষ্কৃতীদের এই তাণ্ডব রুখে দেয় ওই এলাকার গ্রামবাসীরা ঘটনার পর থেকে ব্যপক উত্তেজনা ছড়ায় এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ করে বলেন, দুষ্কৃতীরা বিজেপি এবং বাম-কংগ্রেসের জোট প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য হুমকি দেয়। বিজেপি প্রার্থী চুনিলাল রায় এবং সিপিএম-কংগ্রেসের জোটপ্রার্থী পরিতোষ মণ্ডলকে মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য হুমকি ও মারধোর করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে প্রায় ২৫ টি মোটর বাইক নিয়ে এক দল দুষ্কৃতী প্রার্থীদের মারধোর ও হুমকি দেওয়া শুরু করলে গ্রামবাসীরা তাদের ঘিরে ফেলে।গ্রামবাসীদের অভিযোগ, পুলিশকে একাধিকবার ফোন করা হলেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেনি। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পরে গ্রামবাসীরা। বিজেপি এবং জোটপ্রার্থীদের তরফে কর্ণজোড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এ ধরণের ঘটনাকে অস্বীকার করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *