১৭বছরের নাবালিকাকে উদ্ধার করে আনলো মধ্যপ্রদেশ থেকে কালিয়াগঞ্জ থানার পুলিশ–
1 min readকথায় কথায় পূজার কাছ থেকে তার বাড়ির ঠিকানা মেয়েটি জোগাড় করে।গুনার গ্রামের মেয়েটি মধ্য প্রদেশের কোতয়ালী থানায় গিয়ে পূজার সমস্ত ঘটনা জানায়।কোতয়ালী থানা থেকে কালিয়াগঞ্জ থানার আই সি বিচিত্র বিকাশ রায়ের কাছে খবর আসে ফতে পুরের হারিয়ে যাওয়া মেয়েটি তদের হেফাজতে আছে।খবর পাওয়া মাত্র আই সি বিচিত্র বিকাশ রায় কালিয়াগঞ্জ থানার পুলিশ অফিসার রাম চন্দ্র ঘোষের নেতৃত্বে দুইজন মহিলা পুলিশকে মধ্যপ্রদেশে পাঠিয়ে দেয় বলে আই সি বিচিত্র বিকাশ বাবু জানান।
পুলিশ আধিকারিক রাম চন্দ্র ঘোষ মধ্যপ্রদেশের কোতোয়ালি থানায় গিয়ে পূজাকে নিজেদের হেফাজতে নেবার পর মধ্যপ্রদেশের চাইল্ড অয়েল ফেয়ার দপ্তরে পূজাকে হস্তান্তর করলে পুলিশ আধিকারিক রামচন্দ্র ঘোষের হাতে পূজাকে সরকারিভাবে হস্তান্তর করলে পুলিশ আধিকারিক রামবাবু পূজাকে নিয়ে কালিয়াগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে শুক্রবার সন্ধ্যায় কালিয়াগঞ্জ এসে পৌঁছায়।জানা যায় শনিবার পূজাকে রায়গঞ্জ
কোর্টে পাঠিয়ে দেওয়া হয় বলে পুলিশ আধিকারিক রাম চন্দ্র ঘোষ জানান।