দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সভাপতিকে দল থেকে বহিষ্কার করল ব্লক তৃণমূল
1 min read
বিশ্বজিৎ মন্ডল, মালদা, দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সভাপতিকে দল থেকে বহিষ্কার করল ব্লক তৃণমূল। অভিযুক্তের বিরুদ্ধে তিন সদস্যের কমিটি গঠন করে তদন্তের নিদেশ দিলেন ব্লক সভাপতি। কালিয়াচক এক নম্বর ব্লকের জালুয়াবাথাল পঞ্চায়েতের ঘটনা। অভিযোগ এই পঞ্চায়েতের তৃণমূলের সভাপতি জিয়াউল চৌধুরি টাকার বিনিময়ে তৃণমূলের প্রতীক দেওয়ায় অভিযোগ তুলে ব্লক সভাপতি তথা চেয়ারম্যান আবু নাসের খান চৌধুরির (লেবু)বিরুদ্ধে। শুক্রবার এমনি অভিযোগ তুলে লেবু বাবুর বাড়ির সামনে কিছু কর্মীদের নিয়ে বিক্ষোভ দেখান পঞ্চায়েত সভাপতি জিয়াউল চৌধুরি। পঞ্চায়েতের প্রার্থী পদের জন্য তার কাছে দুই লক্ষ টাকা দাবী করা হয়। কিন্তু সময় মত টাকা দিতে না পারায় তাকে দলীয় প্রতীক দেওয়া হয়নি। ব্লব সভাপতির বিরুদ্ধে আনা এমন অভিযোগ সম্পর্ন মিথ্যা বলে দাবী এই বিষয়ে ব্লক সভাপতি অবু নাসের খান চৌধুরি বলেন,এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। তাকে সভাপতি পদ থেকে বরখাস্থ করার সিধান্ত নেওয়া হয়েছে। মিথ্যা অভিযোগ আনায় তার বিরুদ্ধে আইনত ব্যাবস্থা নেওয়া হবে।