বিনা প্রতিদ্বন্দ্বিতায় উত্তরদিনাজপুর জেলায় তৃণমূলের ঝুলিতে ৩টি জেলা পরিষদ৮টি পঞ্চায়েত সমিতি ও ৮৭টি গ্রাম পঞ্চায়েত
1 min read
তপন চক্রবর্তী-উত্তরদিনাজপুর--উত্তরদিনাজপুর জেলায় শাসক তৃণমূল কংগ্রেস মনোনয়ন পর্বেই তাদের ঝুলিতে বিনা যুদ্ধে জেলা পরিষদের ২৬টি আসনের মধ্যে ৩টি জেলা পরিষদের আসন, ২৮৭টি পঞ্চায়েত আসনের মধ্যে,৮টি পঞ্চায়েত সমিতির আসন ও ১৬৪৯টি গ্রাম পঞ্চায়েতের আসনের মধ্যে বিক্ষিপ্তভাবে ৮৭টি গ্রাম পঞ্চায়েতের আসন আগাম দখল করে নিল।
মনোনয়ন প্রত্যাহার পর্বের দিনগুলিতে মনোনয়ন পত্র প্রত্যাহার করিয়ে নেবার জন্য শাসক দলের জেলা স্তরের নেতৃত্ব আদা জল খেয়ে লেগে থেকে তৃণমূল দল যে সাফল্য একেবারে পায়নিতা বলা যাবেনা।জেলার বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা জানান রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের নামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পশ্চিমবঙ্গের গণতন্ত্রের হত্যা করেছে।মুখ্যমন্ত্রী নিজে মুখে গণতন্ত্রের কথা বললেও তিনি জানেন গণতন্ত্রের মাধ্যমে সঠিক ভাবে নির্বাচন করলে তার দলকে জনগন ছুঁড়ে ফেলে দেবে তাই সত্যি সত্যি জনগণের দরবারে যেতে কোন ভাবেই শাস ক দল রাজি নয় বলে জানালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও কালিয়াগঞ্জের বিধায়ক প্রমথ নাথ রায়। প্ৰমথবাবু বলেন যে রাজ্যে নির্বাচন করবার মত প্রয়োজনীয় বাহীনি নাই সেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনদিনের পরিবর্তে এক দিনে নির্বাচন করবার সাহস কি ভাবে দেখাতে পারে? বিজেপির কালিয়াগঞ্জ বিধান সভার পালক রূপক রায় বলেন রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেস রাজ্যের মানুষের মনের ভাষা কিছুটা বুঝতে পারার ফলেই তারা নির্বাচনকে সবসময় এড়িয়ে যাবার চেষ্টা করে যাচ্ছে।তিনি বলেন এই কৌশল বার বার মানুষ মেনে নেবেনা বলে রূপকবাবু জানান।
অপরদিকে বিরোধীদের সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক অসীম ঘোষ বলেন তৃণমূল কংগ্রেস সম্পর্কে বিরোধীরা যেসব কথা বাজারে ছাড়ছে তার কোন ভিত্তি নেই।শাসক তৃণমূল কংগ্রেস নির্বাচনে লড়তে ভয় পায় একথা শুনলে ঘোরাও হাসবে।