চেম্বার অফ কমার্স ও মিশন হাসপাতালের যৌথ উদ্যোগে স্বাস্থ্য শিবির
1 min read
তপন চক্রবর্তী--রবিবার রায়গঞ্জ সুপারমার্কেটের চেম্বার অফ কমার্সের হলঘরে ওয়েস্ট দিনাজুর চেম্বার অফ কমার্স ও দুর্গাপুর মিশন হাসপাতালের যৌথ উদ্যগে একটি একদিনের স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রায়গঞ্জের বিধায়ক মোহিত সেনগুপ্ত। মোহিত বাবু বলেন এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স মানবিকতার যে পরিচয় দিয়েছে তা নিশ্চিত করেই বলা যায়
।্এই ধরনের স্বাস্থা শিবির আরো বেশি বেশি করে করলে সমাজের দুস্থ মানুষেরা বাঁচার সুযোগ পেতে পারে।স্বাস্থ্য শিবিরে চিকিৎসকদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্গাপুর মিশন হাসপাতালের চিকিৎসক ডাঃ সত্যজিৎ বসু,ডাঃ তীর্থ মুখার্জী, ডাঃ পার্থ পাল।স্বাস্থ্য শিবিরে ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু বলেন তারা দরিদ্র মানুষদের স্বাস্থ্য পরিষেবার কথা চিন্তা করে যৌথভাবে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে।
এই শিবিরে বিনা ব্যায়ে উপস্থিত রুগীদের ইসিজি,সুগার পরীক্ষা করবার যেমন ব্যবস্থা করা হয়েছে তেমন রোগীদের মধ্যে নানান ধরনের ওষুধপত্র দেবার ব্যবস্থা করা হয়েছে বলে শঙ্কর বাবু জানান।একদিনের স্বাস্থ্য শিবিরে বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখক মানুষ এই শিবিরে অংশ গ্রহন করেন বলে জানা যায়।