পুলিশের মানবিকতা হারানো ব্যাগ ও টাকা পয়সা ফিরে পেল এক মহিলা
1 min read
প্রদীপ সিনহা,করণদিঘি উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার পুলিশের উদ্যোগে বালুঘাট থেকে শিলিগুড়ি গামী একটি বাস থেকে হারানো টাকা ফিরে পেল এক মহিলা।জানা যায় শিবানী দাস নামে ওই মহিলা বোয়াল পাডা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে রায়গঞ্জে জল পান করতে নামলে হঠাত্ তার বাস ছেড়ে দেয় ।ব্যাগ ভর্তি টাকা পয়সা বাসে থেকে যায় ।অবশেষে করণদিঘি থানার পুলিশের সাহায্যে সেই বাস থেকে
ব্যাগ ভর্তি টাকা পয়সা ফিরে পান ওই মহিলা।