January 10, 2025

বজ্রপাত সহ ঝড় বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা ধান সবজি সহ বৈশাখী ফলনের

1 min read

          
দক্ষিন
দিনাজপুরঃ
 বজ্রপাত সহ ঝড় বৃষ্টিতে ক্ষতির আশঙ্কা ধান সবজি সহ বৈশাখী ফলনের।জেলা জুড়ে
প্রতিবছর প্রচুর পরিমাণে বোরোধান চাষ হয়। আর কিছু দিন পর বোরো ধান পাকতে শুরু
করবে।আর টানা তিনদিন ধরে ঝড় বৃষ্টি হওয়ায় মাথায় হাত পড়েছে বোরো চাষীদের।জেলাজুড়ে
ধানের জমিসহ সবজি চাষের জমি তলিয়ে গিয়েছে।
 ক্ষতি হয়েছে ধানসহ ফসলী জমির। রাজ্যে
আরও

কয়েক দিন চলতে পারে ভারী বৃষ্টিপাত। বোরো ধানের জমি জলের তলায় তলিয়ে যাওয়ার আশঙ্কায়
চাষিরা এখন কাঁচা ধান কেটে নিচ্ছেন। সেই সঙ্গে চাষিরা জলের তলায় তলিয়ে যাওয়া ধানও
যতটুকু সম্ভব কেটে আনার চেষ্টায় ব্যস্ত।তবে এই কাঁচা ধান কেটে তা থেকে চাল করলে
খুব বেশি যে লাভ হবে না বলে জানান চাষীরা। কমল মন্ডল নামে এক চাষি বলেন, পরিশ্রম করে ধান চাষ করে কিছুই না তুলতে পারার
চেয়ে কাঁচা ধান ঘরে তোলা গেলেও মনে শান্তি আসবে।এদিকে
, ৩ দিনের বৃষ্টিতে ধানের জমির পাশাপাশি সবজি
চাষের জমিতেও জল জমেছে।সবজি চাষিরা বলছেন
, আর কদিন সবজি চাষের
জমিতে জল জমে থাকলে ঝিঙে
, পটল, করলাসহ অন্যান্য সবজি গাছের গোড়ায় পচন ধরে যাবে।
জল নেমে গেলে গাছ শুকিয়ে হলুদ হয়ে মরে যাবে।অন্যদিকে
, শিলা বৃষ্টি হওয়ায় আম লিচু কাঁঠাল সহ সমস্ত
বৈশাখী ফলনের  ক্ষতির আশঙ্কা করছেন চাষীরা।এই
অবস্থায় লাভ তো দূরের কথা
, চাষের খরচ তোলাই
কষ্ট কর হয়ে দাঁড়াবে বলেও জানান সবজি চাষিরা।সব মিলিয়ে বৈশাখ মাসের বর্ষা চাষিদের
ক্ষতি ছাড়া আর কিছু নিয়ে আসতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *