January 10, 2025

প্রতিবন্ধী মানসিক ব্যক্তিকে নেপালে ফেরাতে উদ্যোগী হলো সমাজকর্মী

1 min read

অনুপ জয়সোয়াল ঃ- চার বছর আগে
হারিয়ে যাওয়া এক প্রতিবন্ধী মানসিক অবসাদ গ্রস্ত ব্যক্তিকে প্রতিবেশী দেশ নেপালে
ফেরাতে উদ্যোগী হলো এক দঙ্গল তরুণ তুর্কি সমাজকর্মী।উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর
ব্লকের রামগঞ্জ এলাকার ঘটনা।দীর্ঘ দুই মাস ধরে ওই ব্যক্তি বিভিন্ন জায়গায় ঘুরতে
ঘুরতে চলে আসে রামগঞ্জে।যার বর্তমান অস্থায়ী ঠিকানা এখন রামগঞ্জ ব্লক প্রাথমিক
স্বাস্থ্য কেন্দ্রের রোগী প্রতিক্ষালয়।

বিষয়টি নজরে আসতেই এগিয়ে এলেন রামগঞ্জ ইয়ং
বেঙ্গল সোসাইটির সদস্যরা।সোসাইটির সম্পাদক রনি দাস জানান
,ওই মানসিক অবসাদ গ্রস্ত মানুষটির নাম তেজ কুমার
তামাং।প্রায় পঞ্চাশ পেরোনো ওই মানুষটি যেন নির্বাক।কারোর সাথে কথা বলেন না।একা একা
সময় কাটান নৃভিতে।কিন্তু হঠাৎ ওই মানুষটি কোত্থেকে এলো তা জানতে ছুটে গিয়েছিলেন ওই
সোসাইটির সদস্যরা।তাকে অনেক প্রশ্ন করে তার কাছ থেকে জানা গেলো
, সে নেপালের বাসিন্দা। অন্যান্য সুতো থেকে আরও
জানা যায় সে সিন্ধুপাল চক জেলার চৌতারা এলাকার বাসিন্দা।এতদিন স্বাস্থ্য কেন্দ্র
সংলগ্ন একটি পরিত্যক্ত নোংরা ঘরে থাকলেও এদিন ওই সমাজ কল্যাণ মূলক সংস্থার সদস্যরা
তাকে সেখান থেকে উদ্ধার করে তার চুল দাড়ি কাটিয়ে
,স্নান করিয়ে এবং নতুন পোশাক পড়িয়ে রোগী
প্রতিক্ষালয়ে নিয়ে আসেন।যতদিন বাড়ি না ফেরাতে পারছেন না ততদিন খাওয়া দাওয়া সহ
সমস্ত খরচ বহন করবে ওই সংস্থা।প্রাথমিক ভাবে তার চিকিৎসা করানোর বিষয়েও চিন্তা
ভাবনা শুরু হয়েছে।সংস্থার তরফে এদিন সোসাল মিডিয়ার মাধ্যমে ওই মানসিক অবসাদগ্রস্ত
মানুষটির ছবি দিয়ে ছড়িয়ে দেওয়া হয়।তাতে তার বাড়ির ঠিকানা যেমন জানা যায় তেমনি তার
দাদার সাথে কথাও বলা হয়।সিকিম থেকে তার দাদা জানিয়েছেন
,কয়েকদিনের মধ্যেই তিনি এসে তার দাদাকে নিয়ে
যাবেন।এই খবরে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে ওই সংস্থার সদস্যদের মধ্যে।রামগঞ্জ ব্লক
প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডাঃ সন্দীপ বাগ সংশ্লিষ্ট বিষয়টি খোঁজ খবর
নিয়ে দেখার কথা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *