January 10, 2025

নাকা চেকিং এ ১১৫ জন অবৈধ বাইক আরোহীকে চিহ্নিত করে ফাইন

1 min read

রোনাক কুমার যাদব, (ইসলামপুর)মোটর বাইক চেকিং কে কেন্দ্র করে ইদানিং পুলিশ জনতা বচসা চরম আকার নিয়েছে

অবৈধ ভাবে মোটর বাইক চালাতে গিয়ে পুলিশ চেকিংয়ের সময় বাইক আরোহীরাই পুলিশ কে নানাভাবে নাজেহাল করছে বলে অভিযোগমুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প সেভ ড্রাইভ সেভ লাইফ এর কর্মসূচিতে রবিবার নাকা চেকিং ১১৫ জন অবৈধ বাইক আরোহীকে চিহ্নিত করে ফাইন করেছে পুলিশসোমবারও ১০০ জনকে একই ভাবে ফাইন করা হয়েছেতাদের কাছে বৈধ কাগজপত্র ছিল না এবং বাইক আরোহীরা হেলমেট না পড়ায় এই ফাইন করা হয়েছে বলে জানান ইসলামপুর থানার ট্রাফিক ওসি শাহ আলম মুতর্জা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *