January 10, 2025

বিপুল ভোটে জয়ী হতে চলছেন ইটাহারের মমতাময়ী তৃনমূল কংগ্রেসের জেলা পরিষধের প্রর্থী পুজা আচার্য্য।

1 min read

তন্ময় চক্রবর্তী  :কখনো প্রচন্ড রোদের তেজ তো কখন 
মিষ্টি রোদের হাতছানি তার মধ্যে আবার কখনো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে উকিবুকি করে যেন ছোটবেলার লুকচুরি খেলার মত প্রতিনিয়ত আবহাওয়া পরিবর্তন হচ্ছে

কিন্তু আশ্চর্যের বিষয় আবহাওয়া পরিবর্তন হলেও ইটাহারের মানুষের কিন্তু কোন   
পরিবর্তন নেই
মমতাময়ী কন্যা পুজা  আমদের সুখ দুঃখের সাথী হবে সেটা আমদের সবার  বিশ্বাস
কারন তারা উন্নয়নের পক্ষে যেমন আগে ছিল এখনো আছেন সেই গো ধরে ।  তাদের বক্তব্য রাজ্যের উন্নয়নমুখী মুখ্যমন্ত্রীর হাত দিয়ে যে ভাবে ইটাহারের উন্নয়ন হয়েছে কম সময়ের মধ্যে তা এক কথায় নজীর বহীন

যা বিগত বামফ্রন্ট সরকার করতে পারেনি অনেক সুযোগ পেয়েওএতদিন উত্তর দিনাজপুর জেলার মধ্যে যে সমস্ত পিছিয়ে পড়া অঞ্চল গুলি ছিল তার মধ্যে ইটাহার ছিল অন্যতম এখানকার বেশীরভাগ মানুষ কৃষিজীবি

কৃষি প্রধান এই অঞ্চলের একটা সময় খু কৃষকদের অসুবিধা হত কৃষিকাজ করতে সঠিক ভাবে সেচের ব্যবস্থার উন্নতি না হওয়ার ফলে আজ রাজ্যের মূখ্যমন্ত্রী মমতা ব্যানাজী  আন্তরিক ভাবে এগিয়ে আসার ফলে এবং ইটাহারের বিধায়ক অমল আচর্য্য 
অন্তরিক প্রচেষ্টায় সেই সমস্যার সমাধান হয়েছে 

এখন আর ইটাহারে গরমের সময় তেমন অসুবিধা হয় না কারন ইটাহারের প্রত্যন্ত এলাকার ব্যাপক সেচ ব্যাবস্থার উন্নয়ন ঘটেছে ফলে কৃষকরা আজ মন দিয়ে তাদের জমিতে ফসল ফলাচ্ছে শুধু কৃষি ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন শুধু হয়েছে তা নয় ইটাহারে যেমন জাতীয় সরখের পাশে একটি উন্নত মানের ব্যাসষ্ট্যান্ড তৈরী হওয়ার ফলে যাত্রী সাচ্ছান্দ্যে আমুল পরিবর্তন হয়েছে তেমন গ্রামের রাস্তা ঘাট আজ অনেক উন্নত  হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের একটাই কথা পুজা তুমি এগিয়ে চল আমরা তোমার সাথে আছি

  পাশা পাশি ইটাহারের মতো ছোট্ট জায়গায় ডিগ্রি কলেজ স্থাপন করে এক শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে আজ থেকে ১০ বছর আগের ইটাহার আর এখন কার ইটাহারের মধ্যে অনেক তফাৎ পাওয়া যায় ইটাহারে


আর এই সব উন্নয়ন যার উদ্দ্যেগে হয়ে চলছেন 
তিনি ইটাহারের উন্নয়নের কান্ডারী বলে পরিচিত ইটাহারের বিধায়ক তথা জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি অমল আচার্য্য একদিন স্বপ্ন দেখিয়েছিলেন অমল বাবু  যদি কোন দিন সুযোগ পান তাহলে তিনি ইটাহারের মানুষের উন্নয়নে ঝাপিয়ে পড়বেনযা আজ তিনি সুযোগ পেয়ে একশ শতাংশ কাজে লাগিয়েছেন

ইটাহারের বিভিন্ন গ্রামে গ্রামে গেলেই বোঝা যাবে অমল বাবু আজ কতটা মানুষের প্রিয়  মানুষ হয়ে গিয়েছেন মানুষের পাশের থেকে উন্নয়ন এর জবাব দিয়ে  আজ সেই উন্নয়ন এর কান্ডারী তথা অমল আচার্য্যের সুযোগ্য কন্যা পুজা আচার্য্য সাধারণ মানুষের চাপে, অনুরোধে এবার ইটাহারের জেলাপরিষধের ২৫ নং আসনে তৃনমূল কংগ্রেসের প্রাথী হয়েছেমূলত ইটাহার, দুলর্ভপুর পতিরাজ অঞ্চল নিয়ে এই ২৫ নং জেলা পরিষধের আসনযেখানে মোট পোলিং স্টেশন আছে ৬৮ টি 

পুজার বক্তব্য তিনি কোনদিন জেলা পরিষধের পতিদ্ধন্দিতা করবেন তা ভাবেনি বাবার জনপ্রিয়তা  
বাবার মানুষের জন্য কাজ করার মনসীকতাই এলাকার মানুষেরা তাকে দাড়াতে বাধ্যে করায় এদিকে এই প্রতিবেদক পুজার জনপ্রিয়তা  জানতে ইটাহারের 
বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে জানতে চায়তখন সাধারন মানুষরা জানান পুজা আমাদের ঘড়ের মেয়ে   ওর মাধ্যেমেই এলাকার মানুষেরা আরো উন্নয়ন দেখতে চাই অনেক রকম সমাজ সেবার কাজের সাথেই দির্ঘদীন ধরে যুক্ত 
হয়ে আছে বিগত দিনে সে প্রতিরাজপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের পদ সামলাছেন দক্ষতার সাথেতাই তার প্রতি আমাদের সবার মমতা রয়েছে

রাজ্যের উন্নয়নের কান্ডারী মমতা ব্যানাজীর আশীরবাদ নিয়ে আগামী দিনে 
আমদের ঘরের মমতাময়ী কন্যা পুজা  আমদের সুখ দুঃখের সাথী হবে সেটা আমদের সবার বিশ্বাস আছে




এর উপর তার বাবাআশীরাবাদ তার বারতি পাওনা  তাই এবার পঞ্চায়েত নির্বাচনে 
যে পূজা  বিপুল ভোটে জয়লাভ করবেই সে ব্যাপারে কোন সন্দেহ নেইযত রাম ,বামের ও  হাতের   উৎপাত হোক না কেনএখানে তারা কোন ফায়দা পাবে নাএই মাটি উন্নয়নের মাটি সন্ত্রাসের মাটি নয়



ইতিমধ্যে পূজা  প্রায় প্রতিটি বাড়িতেই দেখা করে 
আর্শিরবাদ নিয়ে নিয়েছেন আগামী দিনে যাতে আরো ভালো করে 
এলাকার উন্নয়ন করা যায় সে ব্যপারেইটাহার,  দুর্লভপুর পতিরাজের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখা যায় সবত্র উন্নয়নের ব্যানার ফ্যাস্টুন


বিরোধীদের কোথাও তেমন ভাবে দেখা যায় নিস্থানীয় বাসিন্দাদের একটাই কথা …পুজা তুমি এগিয়ে চল আমরা তোমার সাথে আছিনির্বাচনের ময়দানে নেমেই প্রচুর মানুষের ভালোবাসা পেয়ে পুজা সাফ জবাব , এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে  ঠিক পৌচ্ছে যাব……,সেই চাদের পাহার ঠিক দেখতে পাব বড় কাজ কী  গো সহজে   হয় কেষ্ট কে মনে করো কষ্ট নয়।তাই  তার আশা ইটাহার বাসীর দুঃখ একদিন দুর হবেই





0 thoughts on “বিপুল ভোটে জয়ী হতে চলছেন ইটাহারের মমতাময়ী তৃনমূল কংগ্রেসের জেলা পরিষধের প্রর্থী পুজা আচার্য্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *