বিপুল ভোটে জয়ী হতে চলছেন ইটাহারের মমতাময়ী তৃনমূল কংগ্রেসের জেলা পরিষধের প্রর্থী পুজা আচার্য্য।
1 min readতন্ময় চক্রবর্তী :–কখনো প্রচন্ড রোদের তেজ তো কখন
মিষ্টি রোদের হাতছানি তার মধ্যে আবার কখনো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে উকিবুকি করে।এ যেন ছোটবেলার লুকচুরি খেলার মত। প্রতিনিয়ত আবহাওয়া পরিবর্তন হচ্ছে।
পরিবর্তন নেই।
মমতাময়ী কন্যা পুজা আমদের সুখ দুঃখের সাথী হবে সেটা আমদের সবার ই বিশ্বাস |
অন্তরিক প্রচেষ্টায় সেই সমস্যার সমাধান হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের একটাই কথা পুজা তুমি এগিয়ে চল আমরা তোমার সাথে আছি
|
পাশা পাশি ইটাহারের মতো ছোট্ট জায়গায় ডিগ্রি কলেজ স্থাপন করে এক শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে ।আজ থেকে ১০ বছর আগের ইটাহার আর এখন কার ইটাহারের মধ্যে অনেক তফাৎ পাওয়া যায় ইটাহারে ।
তিনি ইটাহারের উন্নয়নের কান্ডারী বলে পরিচিত ইটাহারের বিধায়ক তথা জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি অমল আচার্য্য ।একদিন স্বপ্ন দেখিয়েছিলেন অমল বাবু যদি কোন দিন ও সুযোগ পান তাহলে তিনি ইটাহারের মানুষের উন্নয়নে ঝাপিয়ে পড়বেন।যা আজ তিনি সুযোগ পেয়ে একশ শতাংশ কাজে লাগিয়েছেন।
ও বাবার মানুষের জন্য কাজ করার মনসীকতাই এলাকার মানুষেরা তাকে দাড়াতে বাধ্যে করায়। এদিকে এই প্রতিবেদক পুজার জনপ্রিয়তা জানতে ইটাহারের
বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে জানতে চায়।তখন সাধারন মানুষরা জানান পুজা আমাদের ঘড়ের মেয়ে । ওর মাধ্যেমেই এলাকার মানুষেরা আরো উন্নয়ন দেখতে চাই। ও অনেক রকম সমাজ সেবার কাজের সাথেই দির্ঘদীন ধরে যুক্ত
হয়ে আছে। বিগত দিনে সে প্রতিরাজপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের পদ সামলাছেন দক্ষতার সাথে।তাই তার প্রতি আমাদের সবার মমতা রয়েছে ।
আমদের ঘরের মমতাময়ী কন্যা পুজা আমদের সুখ দুঃখের সাথী হবে সেটা আমদের সবার ই বিশ্বাস আছে।
এর উপর তার বাবার আশীরাবাদ তার বারতি পাওনা ।তাই এবার পঞ্চায়েত নির্বাচনে
যে পূজা বিপুল ভোটে জয়লাভ করবেই সে ব্যাপারে কোন সন্দেহ নেই।যত রাম ,বামের ও হাতের উৎপাত হোক না কেন।এখানে তারা কোন ফায়দা পাবে না।এই মাটি উন্নয়নের মাটি সন্ত্রাসের মাটি নয়।
আর্শিরবাদ নিয়ে নিয়েছেন আগামী দিনে যাতে আরো ভালো করে
বিরোধীদের কোথাও তেমন ভাবে দেখা যায় নি।স্থানীয় বাসিন্দাদের একটাই কথা …পুজা তুমি এগিয়ে চল আমরা তোমার সাথে আছি।নির্বাচনের ময়দানে নেমেই প্রচুর মানুষের ভালোবাসা পেয়ে পুজা সাফ জবাব , এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌচ্ছে যাব……,সেই চাদের পাহার ঠিক দেখতে পাব। বড় কাজ কী গো সহজে হয় কেষ্ট কে মনে করো কষ্ট নয়।তাই তার আশা ইটাহার বাসীর দুঃখ একদিন দুর হবেই ।
Voter agei jitie dilen…paid news kore r kto lok k boka banaben…