২৫ নং আসনের তৃনমূল কংগ্রেস প্রার্থী পুজা আচার্য্যে সমর্থনে প্রচারে নারী ও শিশু কল্যান মন্ত্রী শশী পাজা
1 min read
আজ উত্তর দিনাজপুর জেলার ইটাহারে জেলা পরিষধের ২৫ নং আসনের তৃনমূল কংগ্রেস প্রার্থী পুজা আচার্য্যে সমর্থনে প্রচারে আসেন নারী ও শিশু কল্যান মন্ত্রী শশী পাজা।
তিনি আজ পতিরাজপুর একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন রাজ্যের ৩৪ বছরের বাম জামানায় সন্ত্রাস অবসান হয়ে আজ রাজ্যে শান্তি প্রতিষ্টিত করেছে তৃনমূল কংগ্রেস এর নেতৃত্বে রাজ্য সরকার।তাই এই সরকারের দিকে মানুষের গনসমর্থন রয়েছে দিকে দিকে।
এবারো পঞ্চায়েত নির্বাচনে মানুষ সেই ভাবেই আর্শিরবাদ দিয়ে পঞ্চায়েত কে আবারো তৃনমূল কে প্রতিষ্টিত করে শক্তিশালী করবে।আজ এই জনসভা কে ঘিরে প্রচুর মানুষের সমাগম হয়েছিল।সভায় উপস্থিত ছিলেন জেলা তৃনমূল কংগ্রেসের সভাপতি অমল আচার্য্য।