বিজেপির উদিয়মান সূর্য বিজেপির পালক রুপক রায়
1 min read
তন্ময় চক্রবর্তী – লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে বিজেপির কালিয়াগঞ্জ বিধানসভা পালক রুপক রায় আজ সংগ্রাম করে চলছে বিজেপিকে কালিয়াগঞ্জে প্রতিষ্টিত করতে।
তাই সকাল থেকে মানুষের দরবারে পৌছে যাচ্ছেন গ্রাম থেকে গ্রামন্তরে।একাবারে গ্রাম্য ভাষায় অনরগল তিনি গ্রামের মানুষদের সাথে কথা বলে তাদেরকে নিমিষের মধ্যে আপন করে নিচ্ছেন তিনি।
যেখানেই যাচ্ছেন সেখানেই রুপক দা বলতে সবাই পাগল ।পঞ্চায়েত নির্বাচনের আগে ও পরে ও থেকে তিনি রাতদিন অক্লান্ত পরিশ্রম করে চলছেন।কালিয়াগঞ্জে কিভাবে পদ্মের
দাপট বাড়ানো যায়।মিষ্টি ভাষি,মিসূখি মানুষ রুপক বাবু তাই রাত দিন পরিশ্রম করে চলছেন ।
দাপট বাড়ানো যায়।মিষ্টি ভাষি,মিসূখি মানুষ রুপক বাবু তাই রাত দিন পরিশ্রম করে চলছেন ।
তার সবয়েকটাই চিন্তা কিভাবে মানুষের ভাল হয় ।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন জনকল্যান মুলক কাজে বশীভূত হয়ে রুপক বাবু নিজেই মদী কোট পড়ে সকালেই বেরিয়ে পড়েছেন গ্রামের মানুষদের কাছে সেগুলির সাফল্য তুলে ধরতে। ।
রুপক বাবু যখন বক্তিতা দিতে শুরু করেন তখন তার ধারালো বক্তিতার মাঝে
মাঝে জনতার হাততালি প্রমান করেন তিনি কিসি সে কম নেহি । তার বক্তিতার মাধ্যেমে একদিকে তিনি যেমন তুলে ধরছেন শান্তি শৃঙ্খলালা বজার রাখার কথা তেমনেই তিনি এই ফাকেই কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কাজগুলোকে একটু জনগনের মধ্যে ঝালাই ও করে নিতে ভুলছেন না তিনি । সব মিলিয়ে শহরের রুপক বাবু গ্রামের বিজেপির
পালক হয়ে মানুশের ত্রাতা হয়ে কাজ করছেন নিরবিচ্ছিন্ন ভাবে ।