হাওড়ায় জমে উঠেছে পঙ্চায়েত ভোটের প্রচার
1 min read
কৌশিক ঘোষ(বালি,হাওড়া :- হাওড়ায় জমে উঠেছে পঙ্চায়েত ভোটের প্রচার। হাওড়ার সাকরাইল বিধানসভায় তৃণমূল কংগ্রেসের আহ্বানে পঙ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার সমর্থনে এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় সাংসদ প্রসূণ ব্যানার্জী, বালিকেন্দ্র তৃণমূল কংগ্রেস ক্রীড়া সেলের সভাপতি গোপাল দাস, সাকরাইল ব্লকের তৃনমূল কৎগ্রেস নেতৃত্ব ও সমস্ত গ্রাম পঙ্চায়েত, পঙ্চায়েত সমিতি ও জেলা পরিসদের প্রার্থীরা উপস্তিত ছিলেন। সাংসদ প্রসূন ব্যানার্জী সমস্ত কুৎসা অপপ্রচার কে সরিয়ে রেখে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়ী করার আবেদন জানান।