বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির
1 min read
বিশ্বজিৎ মন্ডল, মালদা, বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। রতুয়া থানার নুরপুর এলাকা থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয় ওই ব্যক্তিকে।
রক্তাক্ত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ভর্তি করলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করে। বিরোধীদের অভিযোগ, নুরপুর এলাকায় বোমা বাঁধছিল। তারা জানিয়েছে, মৃত ব্যক্তি তৃণমূল কর্মী।
যদিও পরিবারের লোক তা স্বীকার করেনি। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতর নাম, আব্দুল বারিক(৪৫)।বাড়ি রতুয়া থানার বিলাইমারি এলাকায়। বাড়ি থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে দেহ উদ্ধার হয়। তবে কিভাবে মৃত্যুর ঘটনা তা তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।